Dearness Allowance

DA Case Update: অবশেষে ডিএ মামলার দিন ও সিরিয়াল নম্বর প্রকাশ করল সুপ্রিম কোর্ট, এবার কি রায় দিতে চলেছে?

DA Case Update: পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের ৭ নম্বর কোর্টে ১৮ই মার্চ উঠতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে আছে। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানির দিন পিছিয়েছে।

বর্তমানে মামলাটি ফাইনাল ডিস্পোজাল পর্যায়ে রয়েছে। এর আগে এই মামলার জন্য “এক্সটেন্সিভ কন্সিডারেশন” এর প্রয়োজন বলে সুপ্রিম কোর্ট জানায়।

আগামী ১৮ই মার্চ এই মামলাটি সুপ্রিম কোর্টের ৭ নম্বর কোর্টের ৬০ নম্বর সিরিয়ালে উঠবে (C.L. No-60)। এই ৬০ নম্বর সিরিয়াল থেকেই মামলার ফাইনাল ডিস্পোজাল শুরু হচ্ছে। ওই দিন মামলার বিচারপতি থাকবেন সন্মানীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং সন্মানীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র।

উল্লেখ্য, এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষকমহল এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগণ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত আছেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং আগামী মে মাস থেকে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

Back to top button