News

DA Latest News: রাজ্য সরকারি কর্মচারীদের DA এর ক্ষেত্রে বড়সড় ধাক্কা, কী বললেন মুখ্যমন্ত্রী ?

এখন DA মামলা সুপ্রিম কোর্টে, তার মাঝে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, সংশয়ে রাজ্য সরকারী কর্মচারীরা।

DA Latest News: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার ক্ষেত্রে একটি বড়সড় ধাক্কা। মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন তার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া এখন প্রায় অসম্ভব। মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন বিস্তারিত দেখে নিন।

কয়েকদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল। সেখানে সরকারি পক্ষের আইনজীবী ছিলেন কংগ্রেসের নেতা অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানিয়েছেন যে DA এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের DA এর ব্যবস্থা করতে গেলে রাজ্যের উপরে প্রায় 41 হাজার কোটি টাকার একটা বোঝা নেমে আসবে । এবং সেই জন্য এই বিষয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে অতএব এই প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হতে চলেছে আবারও তারিখ দেওয়া হবে ।

অনেকে মনে করছেন এই দীর্ঘ শুনানি হয়তো চলতেই থাকবে। তাই সরকারি কর্মচারীদের একাংশ বেশ হতাশ। তবে আইনের প্রতি আস্থা রেখে বলা যেতেই পারে একদিন সঠিক ন্যায় বিচার নিশ্চয়ই পাওয়া যাবে।

তবে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে যা ঘোষণা করেছেন, তাতে মনে করা হচ্ছে DA পাওয়া এখন অথৈ জলে। মুখ্যমন্ত্রী বারবার অর্থের অভাবের কারণ দেখিয়ে DA দেয়া যাচ্ছে না বলেছেন। কিন্তু এদিন আবার একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন। কেন্দ্রীয় সরকার একশ দিনের টাকা দিচ্ছে না । অতএব এইবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প শুরু করা হচ্ছে ।

রাজ্য সরকারের এই একশ দিনের কাজের প্রকল্প যার নাম তিনি দিচ্ছেন খেলা হবে প্রকল্প এবং সেখানে যা অর্থ লাগবে সব রাজ্য সরকারই দেবে । আর তার জন্য নাকি অর্থ রাজ্য সরকার এর জোগাড় করা হয়ে গেছে। এর সাথে তো রয়েছে আরও নানান প্রকল্প এবং সেই সব অর্থের জোগাড় বেশ ভাল ভাবেই হয়ে যাচ্ছে।

নতুন প্রকল্পের জন্য অর্থের যোগান হয়ে যাচ্ছে অথচ রাজ্যের সরকারী কর্মচারীদের DA এর বেলাতেই অর্থের অভাব হচ্ছে । এদিকে ২০২৪ এর লোকসভা ভোট আসন্ন । আগামী লোকসভা নির্বাচনের জন্য যে বিরোধী জোট তৈরি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী নিজের গুরুত্ব বজায় রাখার জন্য এই ধরনের যে সব জনমুখি প্রকল্প গুলি রয়েছে তার দিকে আরো বেশি করে ঝুঁকবেন এটা বলাই বাহুল্য। যার ফলে আগামী বছরেও যে DA ঘোষণা করবেন তার কোন সঠিক সম্ভাবনা নাই । তাই এখন ভরসা একমাত্র সুপ্রিম কোর্টের উপরেই ।

Join telegram group
Back to top button