Dearness Allowance

DA Protest: ডি এ আন্দোলনের নয়া রূপ, এবার ডি এ দিতে বাধ্য হবে রাজ্য? কী জানালেন ভাস্কর বাবু?

রাজ্য সরকারের প্রতি আরও চাপ বাড়াতে নয়া উদ্যোগ সংগ্রামী মঞ্চের, এবার ডি এ দিতে বাধ্য হবে রাজ্য?

DA Protest in West Bengal: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডি এ আন্দোলন নয়া রূপ নিতে চলেছে। কেন্দ্রীয় হারে ডি এ এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা এবার “ভারত ছাড়ো” এর ধাঁচে আন্দোলনে নামতে চলেছেন। আগামী আগস্ট মাস থেকেই এই নতুন কর্মসূচী কার্যকর করা হতে পারে বলে জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী মাত্র ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডি এ) পাচ্ছেন। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৪২ শতাংশ মহার্ঘ ভাতা। অথচ এই ডি এর পরিমাণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী নির্ধারিত হওয়ার কথা। তাই রাজ্য সরকারি কর্মচারীরা সমান মহার্ঘভাতার দাবিতে গত প্রায় এক বছরের বেশি দিন ধরে সোচ্চার হয়েছেন। অবস্থান কর্মসূচি, আন্দোলন, অনশন এই সব কিছুর পরেও রাজ্য সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার কোনরূপ ইচ্ছা প্রকাশ করেনি এখনো পর্যন্ত।

তাই সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিচ্ছে “ভারত ছাড়ো” আন্দোলনের ধাঁচে “বাংলা ছাড়ো মমতা” অভিযানে নামার। তবে এই বিষয়ে এখনও ভাবনা-চিন্তা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১৯৪২ সালের ৯ই আগস্ট যেমন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ঠিক সেই ভাবে এ বছর ৯ই আগস্ট এই আন্দোলন শুরু করার পরিকল্পনা চলছে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান ছাড়াও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং সমস্ত শূন্য পদ পূরণের দাবিও করা হচ্ছে এই আন্দোলনে। এবারের এই আন্দোলনের সাথে অস্থায়ী কর্মচারী এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীরাও যোগ দেবে বলে জানানো হচ্ছে।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন আন্দোলনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই অভিযান করা হয় তবে “বাংলা ছাড়ো মমতা” স্লোগান তোলা হতে পারে।

Join telegram group
Back to top button