Dearness Allowance: রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ মামলায় জিতলেও শিক্ষকরা কি তাদের বকেয়া ডিএ পাবেন না? জানুন সঠিক ব্যাখ্যা
সরকারি কর্মচারীরা ডিএ মামলায় জিতলেও শিক্ষক-শিক্ষাকর্মীরা কি বকেয়া পাবেন না? এ নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ।
Dearness Allowance: বকেয়া মহার্ঘ ভাতা (DA) দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও মামলা চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৬ শতাংশ ডিএ পান। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৭ম বেতন কমিশনের অধীনে ৪২ শতাংশ হারে ডিএ পান। এবং শীঘ্রই এই পরিমান আরো বাড়তে চলেছে।
সরকারি কর্মচারীরা ডিএ মামলায় জিতলেও শিক্ষক-শিক্ষাকর্মীরা কি বকেয়া পাবেন না? এ নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বকেয়া সংক্রান্ত বিষয়টি বিচারাধীন। আগামী নভেম্বরে বিষয়টি সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে মামলাটি লিস্টেড হয়েছে।
এবিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বলেছেন যে স্যাটে দায়ের করা ডিএ মামলায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কোনও উল্লেখ নেই। কারণ শিক্ষা ও শিক্ষাকর্মীরা স্যাটের অন্তর্ভুক্ত নয়। তাই তারা SAT এর আওতায় আসবেন না। আর মামলার পিটিশনে কোথাও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ বলেও উল্লেখ নেই।
প্রসঙ্গত, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। এই মামলাটি ২০১৬ সাল থেকে চলছে। যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT), কলকাতা হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমত, রাজ্য সরকার SAT এ জয় পেয়েছিল। তারপর রাজ্য সরকারি কর্মীরা কলকাতা হাইকোর্টে জয়লাভ করেছে।