Dearness Allowance: বিদ্যালয় শিক্ষা দপ্তর ১৮ শতাংশ মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ করল

Dearness Allowance for Teachers: পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর ১৮ শতাংশ হারে মহার্ঘভাতা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করল। ১ এপ্রিল থেকে এই নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি, সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মী এবং পেনশনাররা।
উল্লেখ্য, ২৫ মার্চ পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্টয়াটরি বডি এর কর্মচারী, সরকার অধীনস্থ সকল অফিসের কর্মচারী, পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপালিটিস, স্থানীয় অফিস এর কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছে।
বর্ধিত ৪ শতাংশ মহার্ঘ ভাতার ফলে ১ এপ্রিল ২০২৫ থেকে এই সকল কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পেনশনাররা এই একই বিজ্ঞপ্তির নির্দেশের মাধ্যমে ১৮ শতাংশ হারে মহার্ঘ্য ত্রাণ (DR) পাবেন।
