Health Scheme

হেলথ স্কিম এর বাধ্যতামূলক ইনকাম ডিক্লারেশন | Declaration of Income for WBHS

Download Annexure V for Declaration of Income of West Bengal Health Scheme

Join Telegram groupJoin Now

পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর হেলথ স্কিমে অন্তর্ভুক্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশ করলো। এই অর্ডারের ভিত্তিতে হেলথ স্কিমে অন্তর্ভুক্ত সরকারি কর্মচারী ও পেনশনার দের প্রত্যেক দুই বছরে একবার ইনকামের বিবৃতি (Declaration of Income for WBHS) জমা করতে হবে।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের নির্দেশিকা নম্বর 126-F(MED)WB Dated: 24/06/2022 অনুযায়ী যে প্রত্যেক ২ বছরে একবার হেলথ স্কিমে অন্তর্ভুক্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের ইনকামের জন্য “Self declaration of income” জমা করতে হবে। এবং এই অর্ডারের সাথে Annexure V সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট ফর্মটি। নিচের লিংক এ ক্লিক করে আপনারা ফর্মটি পিডিএফ ও ওয়ার্ড ফরমেটে ডাউনলোড করে নিতে পারবেন।

কখন ইনকাম ডিক্লারেশন ফর্ম জমা করবেন ?

প্রত্যেক দুই বছর অন্তর মে থেকে জুন মাসের মধ্যে এই ইনকাম ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। যা শুরু হচ্ছে ২০২৩ সালের মে মাস থেকে।

কোথায় ইনকাম ডিক্লারেশন ফর্মটি (Declaration of Income for WBHS) জমা করবেন?

যে অফিসের সাথে আপনি হেলথ স্কিমে যুক্ত আছেন সেই অফিসে জমা করতে হবে। নির্দেশ অনুযায়ী ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে ফিজিক্যাল কপি অফিসে জমা করতে হবে।

সকল কর্মচারী কি ফর্ম টি জমা করবেন?

পশ্চিমবঙ্গের সরকারি হেলথ স্কিম (WBHS) এ যুক্ত সকল কর্মচারী ও পেনশনারগণ কে এই বিবৃতি জমা করতে হবে সংযুক্ত অফিসে। যে সকল সরকারি কর্মচারী ও পেনশনাররা পশ্চিমবঙ্গের সরকারি হেলথ স্কিম এ যুক্ত নয় তাদের এই ডিক্লারেশন জমা করতে হবে না।

ইনকাম ডিক্লারেশন ফর্মের ডাউনলোড লিংক:

PDF: WB Health Scheme income declaration form PDF:

Word (docx) WB Health Scheme income declaration form Word:

Source

Back to top button