Recruitment News
[Direct Link] Primary TET Admit Card: শুরু হল প্রাইমারি টেট ২০২৩ এর এডমিট কার্ড ডাউনলোড, কোথায় সিট পড়ল দেখুন
WBBPE Primary TET Admit Card Download: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১০ ডিসেম্বর ২০২৩ প্রাথমিক টেস্ট পরীক্ষা সংঘটিত হওয়ার কথা ছিল তবে তা পিছিয়ে গেল। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ২০২৩। প্রাথমিক টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার লিংক এক্টিভ করা হল। প্রার্থীরা WBBPE ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই তাদের প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড করার সরাসরি লিংক নিচে দেওয়া হয়েছে।
কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন? (How to download Primary TET 2023 Admit Card?)
কিভাবে মোবাইল এবং কম্পিউটারে প্রাইমারি টেট ২০২৩ এর এডমিট কার্ড খুব সহজেই ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া হল:-
- প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে https://www.wbbpeonline.com/ ওয়েবসাইট টি তে যান।
- এরপর TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023) লেখাটির উপর ক্লিক করুন।
- এরপর Print/Download Admit Card অপশনটিতে ক্লিক করুন।
- এবার এখানে আপনার টেট পরীক্ষার অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
- এর সাথে সাথেই প্রাইমারি টেট ২০২৩ এর এডমিট কার্ড টি ডাউনলোড হয়ে যাবে।
- ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট করে নিন এবং পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন।
- ডাউনলোড করা এডমিট কার্ডের ইনস্ট্রাকশন গুলি অবশ্যই খুঁটিয়ে পড়ে নেবেন।
প্রাইমারি টেট ২০২৩ এর পরীক্ষার নম্বর বিন্যাস ( WBBPE Primary TET 2023 Exam Pattern)
বিষয় | প্রশ্নের সংখ্যা | প্রশ্নের মান |
---|---|---|
শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান | ৩০ | ৩০ |
প্রথম ভাষা: বাংলা | ৩০ | ৩০ |
দ্বিতীয় ভাষা: ইংরেজি | ৩০ | ৩০ |
গণিত | ৩০ | ৩০ |
পরিবেশ শিক্ষা | ৩০ | ৩০ |
মোট | ১৫০ | ১৫০ |
এই পরীক্ষার জন্য মোট সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।