বিবিধ

Duyare Sarkar: ৬০ বছরের বেশি সকলেই পাবেন বার্ধক্য ভাতা, দুয়ারে সরকারে আবেদন গ্রহণ শুরু হল

নতুন দুটি সুবিধা নিয়ে চালু হল এবারের দুয়ারে সরকার ক্যাম্প। ষাটোর্ধ্ব সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনল রাজ্য।

Duyare Sarkar: পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সুবিধা গুলি সবার কাছে পৌঁছে দেবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ দুয়ারে সরকার। শুক্রবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির সপ্তম পর্ব। অন্যবারের মতো এবারও সুবিধা নিয়ে বাড়ির কাছাকাছি ক্যাম্পে পৌঁছে যাবে সরকারি আধিকারিকরা। তবে এবারের কর্মসূচিতে যুক্ত হয়েছে সুবিধা।

১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন প্রকল্পের আবেদন নেওয়া হবে এই ক্যাম্পে। জমা নেওয়া আবেদন গুলো থেকে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচির পরিষেবা দেওয়া হবে। এবার প্রত্যেক ক্যাম্পে হেল্প ডেক্স রাখার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার।

এতদিন পর্যন্ত কেবল উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য ৬০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার সকল স্তরের মানুষ এই সুবিধা পাবেন। এবারের দুয়ারে সরকার ক্যাম্পের এটি একটি নতুন কর্মসূচি।

এর পাশাপাশি এবারের ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকরা ক্যাম্পে এসে রাজ্য সরকারের খাতায় তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রদান করা হতে পারে।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

সব মিলিয়ে এবারে মোট ৩৫টি সরকারি পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে। প্রত্যেকটি ক্যাম্পে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে। ক্যাম্প সম্বন্ধে কোন অভিযোগ থাকলে যে কেউ তা জমা করতে পারবেন।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button