সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবছরের GPF স্টেটমেন্ট পাবেন এইভাবে
কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন দেখে নিন ।
GPF Statement: সরকারি কর্মচারীদের জন্য GPF স্টেটমেন্ট সংক্রান্ত একটি সুখবর এলো। এ বছরের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার নোটিফিকেশন দিল এ জি বেঙ্গল (AGWB)। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো কিভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিজের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন।
পশ্চিমবঙ্গের গ্রুপ ডি সরকারি কর্মচারী ব্যতীত অন্যান্য সকল সরকারি কর্মচারীদের জিপিএফ সংক্রান্ত সমস্ত বিষয় প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল যা সাধারণত এজি বেঙ্গল নামে পরিচিত, এর তত্ত্বাবধানে থাকে। ২০২০-২১ অর্থবর্ষ থেকে এই জিপিএফ স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করার সুযোগ দিয়েছে প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল অফিস। গত অর্থ বর্ষ অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষের জিপিএফ স্টেটমেন্ট যা ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত ব্যালেন্স দেখাবে, ডাউনলোড করার জন্য নোটিফিকেশন দিল এই অফিস।
জিপিএফ ডাউনলোড করার নোটিশ
কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন?
আপনার নিজের জিপিএফ স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:-
১) প্রথমে এজি বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট (https://cag.gov.in/ae/west-bengal/en) ওপেন করতে হবে।
২) এবার “Online Services” মেনুতে ক্লিক করে “GPF” থেকে “GPF Subscriber Login” এ ক্লিক করতে হবে।
৩) আপনি যদি এর আগের আইডি পাসওয়ার্ড তৈরি করে থাকেন তবে লগইন করবেন।
৪) প্রথমবার ডাউনলোড করার জন্য ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।
৫) জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনার মোবাইল নাম্বার অবশ্যই রেজিস্টার থাকতে হবে। রেজিস্টার করা না থাকলে এখানে ক্লিক করে জেনে নিন কিভাবে জিপিএফ এ মোবাইল নম্বর রেজিস্টার করবেন।
৬) লগইন করার পর বামদিকের মেনু থেকে জিপিএফ একাউন্ট স্টেটমেন্ট (GPF Account Statement) অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর এই বছরের স্টেটমেন্টটি ডাউনলোড করতে হলে বছরটি ২০২৩ সিলেক্ট করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন এবং এরপর নিচের পিডিএফ আইকনটিতে ক্লিক করে দেবেন। এর ফলে জিপিএফ স্টেটমেন্টটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।
আরো বিস্তারিত পদ্ধতি দেখুন: কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন
নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করে অর্ডার টি ডাউনলোড করুন:
One Comment