Last Updated on January 17, 2022 by WBPAY

GPF এর নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মচারীকে তার বেসিক পে এর সর্বনিম্ন 6% জিপিএফ কাটাতে হবে। এবং একজন কর্মচারী সর্বাধিক বেসিক পে এর 100% অর্থাত্ সমান অঙ্কের টাকা জিপিএফ এ কাটাতে পারেন। অন্যথা ওই অ্যামাউণ্ট Non-Withdrable ব্যালান্স এ যুক্ত হয়ে যায়, যার কোনও ইন্টারেস্ট পাওয়া যায়না। এই অঙ্কটি গননা হয় আর্থিক বছর শুরু হওয়ার আগের দিন অর্থাত্ 31 শে মার্চ এর হিসাবে । ROPA 2019 এর পে ফিক্সেশন এর ফলে বেসিক পে 2.57 গুণ বেড়েছে। পরবর্তি আর্থিক বছরের জন্য এই মাসের স্যালারি থেকে জিপিএফ সাবস্ক্রিপশন রেট বাড়াতে হবে কিনা তা অবশ্যই ক্যালকুলেশন করে নিন। এবং যদি সাবস্ক্রিপশন রেট বাড়াতে হয় তবে শীঘ্রই অফিসে আবেদন করুন। আপনাদের সুবিধার জন্য এখানে একটি ক্যালকুলেটর দেওয়া হল এখানে আপনার বেসিক পে লিখে জেনে নিন সর্বাধিক সর্বনিম্ন কত টাকা জিপিএফ কাটাতে হবে।