Education

Higher Secondary Semester: উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির অনুমোদন, বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ

বেশ কয়েক মাস ধরে আলোচনা, জল্পনার পর এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে (WBCHSE) উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার পদ্ধতির অনুমোদন দিল।

Higher Secondary Semester System: উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ব্যাপক পরিবর্তন করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সামনের বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। বছরে একবারের পরিবর্তে বছরে ২ টি সেমিস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বছর যারা মাধ্যমিক দিল তাদের থেকেই এই পদ্ধতি চালু হচ্ছে।

বেশ কয়েক মাস ধরে আলোচনা, জল্পনার পর এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে (WBCHSE) উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার পদ্ধতির অনুমোদন দিল। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল বুধবার। নিচের এই বিজ্ঞপ্তির সারাংশ দেওয়া হল।

বিজ্ঞপ্তির সারাংশ | HS Semester System:

বিজ্ঞপ্তি নং:L/PR/133/2024
প্রকাশের তারিখ:06/03/2024
প্রকাশক:পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)
বিষয়:উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির অনুমোদন

বিজ্ঞপ্তির বিষয়বস্তু | Higher Seconder Semester System:

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৬ ই মার্চ ২০২৪, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি কার্যকর করার জন্য অনুমতি দিয়েছে। এই সেমিস্টার পদ্ধতি চালু হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি এবং সিলেবাস খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

অফিসিয়াল বিজ্ঞপ্তি | Notification for HS Semester System:

HS Semister System Notification
HS Semister System Notification

নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন:

Notification Regarding Introduce the Semester System at the Higher Secondary Level from the Academic Session 2024-25

Back to top button