ছুটি

Holiday in December: ছুটির পালা শেষ! ডিসেম্বরে টানা অফিস করতে হবে সরকারি কর্মচারীদের

ডিসেম্বরে মাত্র একদিন ছুটি থাকছে সরকারি কর্মচারীদের জন্য। অর্থাৎ টানা অফিস করতে হবে কর্মচারীদের।

Holiday in December: সেই পুজোর মাস অক্টোবর থেকে যে ছুটির রমরমা দেখা গেছে তা নভেম্বর মাসেও চলছিল। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির এই রমরমা ডিসেম্বর মাস পড়তেই শেষ। অক্টোবর মাসে রবিবার বাদে মোট ১২ টি ছুটি পেয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। নভেম্বরে রবিবার বাদে ছুটি ছিলো ৬ টি। তবে এবার ডিসেম্বরে সেই ছুটির রেশ আর রইল না।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN) যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং প্রকাশিত ২০২৩ সালের ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর ২০২৩ এর জন্য রবিবার গুলি বাদ দিয়ে কেবলমাত্র একদিন ছুটি আছে। এই ছুটির দিনটি হল ২৫ ডিসেম্বর। অর্থাৎ এই মাসে টানা অফিস করতে হবে সরকারি কর্মচারীদের।

২৫ ডিসেম্বর, খ্রীষ্টমাস বা বড়দিন হিসাবে রাজ্যের সকল সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। চলতি মাসে আর কোনো ছুটি নেই। তবে এই মাসে ৫টি রবিবার পড়েছে এবং ৫ টি শনিবার পড়েছে। অর্থাৎ যে সকল অফিস শনি ও রবিবার ছুটি থাকে তাদের জন্য মোট ১১ টি ছুটি থাকবে।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (WBFIN) ইতিমধ্যে ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী রবিবার গুলি বাদ দিয়ে মোট ৪৪ দিন ছুটি থাকবে পশ্চিমবঙ্গের সরকারি অফিসগুলি। ২০২৪ সালের ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

আরও দেখুন: ২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button