Education

HS Result 2024: কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে, জানিয়ে দিল সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, এবার রেজাল্ট কবে প্রকাশ করা হবে জানালো সংসদ।

HS Result 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসেই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন। কোনো নির্দিষ্ট সময় বা তারিখ দেওয়া না থাকলেও বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সংসদ সভাপতি বলেন, তিন মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তবে এবার নির্ধারিত ৯০ দিনের আগেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। কারণ এবার পরীক্ষক উত্তরপত্র দেখে অনলাইনে নম্বর জমা দেবেন। ফলে পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। আরো দ্রুত উচ্চ মাধ্যমিক শিক্ষার ফল প্রকাশ হবে বলে আশা ব্যক্ত করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরসভাপতি বলেন, “এমনিতে আমাদের বলা হয় যে ৯০ দিনের মধ্যে । তবে আমরা আশা করছি যে এবার আরও তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারব। কারণ এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়াটা অনলাইনে হবে। পুরো প্রক্রিয়াটা যেহেতু ডিজিটালি হচ্ছে, তাই আমরা আশা করছি যে যথেষ্ট তাড়াতাড়ি উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে পারব।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘তিন মাসের আগেই বা তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে।’ অর্থাৎ মে মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। তিন মাস গণনা করলে মে মাসে ফল প্রকাশ করা হবে। ফলাফল মে মাসের শেষে নাকি তৃতীয় সপ্তাহে তা ঘোষণা করা হবে পরে ।

তবে গতবার যে গতিতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছিল, তাতে মে মাসের প্রথম দিকে সংসদ ফল ঘোষণা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। গতবার ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল। এটি ২৭ মার্চ শেষ হয়েছিল। এরপর ২৪ মে ফলাফল ঘোষণা করা হয়। অর্থাৎ, সংসদ দুই মাসের মধ্যে ফলাফল ঘোষণা করেছিল । সংসদ এবারও একই কাজ করতে সক্ষম তাতে কোনো সন্দেহ নেই। তবে এবার লোকসভা নির্বাচন চলবে। ফলে উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে তা নির্বাচনের ওপরও নির্ভর করবে।

Back to top button