Is Monday Holiday in WB?: “আজ রবিবার গণেশ চতুর্থী, আগামী কাল সোমবার (21/08/2023) গণেশ চতুর্থীর অতিরিক্ত দিন হিসাবে ছুটি থাকবে রাজ্যে।” এমন একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আসলে কি সোমবার গণেশ চতুর্থীর অতিরিক্ত দিন হিসাবে রাজ্যে ছুটি থাকছে? দেখুন সঠিক খবর।
সোশ্যাল মিডিয়ার যুগে একদিকে যেমন যে কোনো ঘটনা আমরা মুহূর্তের মধ্যেই আমাদের হাতের মুঠোয় পেয়ে যাই। অপর দিকে সেই খবর যে সব সময় সঠিক হবে এমন টা দাবি করা যাবে না। তাই সব সময় সঠিক খবর যাচাই করতে বিশ্বস্ত সূত্রকেই বেছে নেওয়া সমীচীন।
পশ্চিমবঙ্গের অফিস, স্কুল, কলেজ ছুটির বিষয়ে একটি ভুয়ো খবর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ ঘুরছে। যেখানে এটাই দাবি করা হচ্ছে যে যেহেতু রবিবার গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থীর অতিরিক্ত দিন হিসেবে সোমবার ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই বছর গণেশ চতুর্থী ১৯ সেপ্টেম্বর।
পশ্চিমবঙ্গের কোন ছুটি ঘোষণা হলে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেয়। সোমবার যে ছুটি সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত নবান্ন বা পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর (Finance Department of West Bengal) প্রকাশ করেনি। তাই এটা বলা যায় সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত অফিস নিয়মিত খোলা থাকবে। তবে এই বিষয়ে যদি কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় (WBFIN) আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব। সমস্ত সঠিক খবর সরাসরি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।