Recruitment News

Job News: ইন্ডিয়া পোস্ট এ ৩০০৪১ GDS নিয়োগ, এটা না দেখে আবেদন করবেন না

ভারতীয় ডাক বিভাগে ব্যাপক নিয়োগের আবেদন চলছে। সব কিছু বিস্তারিত নোটিফিকেশন না দেখে আবেদন করলে আবেদন বাতিল হতে পারে।

Job News: ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগ চলছে ইন্ডিয়া পোস্ট এ। নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্টের GDS পদে (India Post GDS 2023)। এখনই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২৩ শে আগস্ট ২০২৩। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট: indiapostgdsonline.gov.in

আবেদনের পদগুলি

১. ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) ২) এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ৩) ডাক সেবক এই সমস্ত পদে নিয়োগ করা হবে।

বেতনক্রম

ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত প্রার্থীরা মাসে ১২হাজার টাকা থেকে শুরু করে ২৯ হাজার ৩৮০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ১০০০০ টাকা থেকে শুরু করে ২৪৪৭০ টাকা বেতন পাবেন।

শূন্য পদ

মোট শূন্য পদ ৩০ হাজার ৪১টি। সর্বভারতীয় ভাবে এই পদে নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। পুরুষ ও মহিলা এই পদের জন্য যোগ্য।

যোগ্যতা

১) 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে নিয়ম অনুযায়ী এস সি, এস টি, ওবিসি এবং প্রতিবন্ধী প্রার্থীরা ছাড় পাবেন।

২) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক (Class-10) পাস হতে হবে। এবং সাবজেক্ট হিসেবে অংক এবং ইংরেজি থাকতে হবে।

৩) যে অঞ্চলের জন্য আবেদন করবেন সেখানকার আঞ্চলিক ভাষা জানা প্রয়োজন।

৪) এছাড়াও অন্যান্য যোগ্যতার মধ্যে কম্পিউটারের জ্ঞান থাকা, সাইকেল চালাতে পারা এবং জীবন ধারণের জন্য ফিট থাকতে হবে।

আবেদন ফি

জেনারেল এবং প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তবে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন ফি প্রদান করতে হবে না।

আবেদন পদ্ধতি

ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in ওপেন করে Stage 1.Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লাই অনলাইন অপশন এ ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশনটি পূরণ করে সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এবং যাদের ফি পেমেন্ট করার প্রয়োজন হবে তাদের পেমেন্ট করতে হবে।

নিয়োগ পদ্ধতি

সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি মাধ্যমিক অর্থাৎ Class 10 এ প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধার ভিত্তিতে হবে। প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা থেকে পয়েন্টের ভিত্তিতে যাদের বেশি পয়েন্ট হবে তাদের নিয়োগ করা হবে। এর জন্য কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু হয়েছে ৩রা আগস্ট ২০২৩ থেকে।

আবেদনের শেষ তারিখ ২৩ শে আগস্ট ২০২৩

কোন ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করার জন্য ২৪আগস্ট ২০২৩ থেকে ২৬ আগস্ট ২০২৩ পর্যন্ত অনলাইনেই সংশোধন করা যাবে।

নোটিফিকেশন এর লিংক: https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

Back to top button