জানা গেল শিক্ষক ও শিক্ষাকর্মীরা এইভাবে PF স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন
শিক্ষক ও শিক্ষা কর্মীদের পিএফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল। জানা গেল কিভাবে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন।
পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর এর আগেই নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়েছে যে শিক্ষক-শিক্ষা কর্মীরা এবং অন্যান্য কয়েকটি দপ্তরের কর্মচারীরা এখন অনলাইনেই নিজেদের PF স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং PF এর লোন অনলাইনে আবেদন করতে পারবেন। এবার সেই স্টেটমেন্ট ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল।
পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর এর আগেই দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং বেশ কয়েকটি দপ্তরের কর্মচারীদের অনলাইন জিপিএফ সংক্রান্ত বিষয়টির বিস্তারিত গাইড লাইন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে WBIFMS পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য কর্মচারীগণ নিজেরাই নিজেদের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন।
এখন এই স্টেটমেন্ট ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে WBIFMS পোর্টালে। যে লিঙ্ক এর মাধ্যমে ডাউনলোড করে নেওয়া যাবে GPF স্টেটমেন্ট।
NGIPF স্টেটমেন্ট ডাউনলোড করার পদ্ধতি:
ডাউনলোড করার জন্য প্রথমে WBIFMS পোর্টালটি (https://wbifms.gov.in) ওপেন করতে হবে। এরপর নিচের ডান দিকে NGIPF অপশনটিতে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করলেই একটি লগ ইন পেজ চলে আসবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পাসওয়ার্ড না থাকলে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে হবে।
পাসওয়ার্ড রিসেট করতে হলে লগইন আইডি দিতে হবে, রেজিস্টার করা মোবাইল নম্বরটি দিতে হবে এবং উল্লেখিত ক্যাপচা কোড দিয়ে রিসেট বাটনে ক্লিক করতে হবে। এর ফলে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং এর মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন।
তবে এই বিষয়টি এখনো পর্যন্ত সব স্কুল বা সব অফিসের ক্ষেত্রে চালু হয়নি। ধীরে ধীরে স্কুল লেভেল থেকে এটি শুরু হবে। এবং সমস্ত ডেটা অনলাইনে প্রাপ্ত হয়ে গেলে এইভাবে লগইন করে PF স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। PF স্টেটমেন্ট এর সাথে PF ব্যালেন্স অনলাইন PF লোন ইত্যাদি পরিষেবা পাওয়ার জন্য এখান থেকে লগইন করতে হবে।