GPF

Online PF: WBIFMS থেকে এখনই ডাউনলোড করা যাচ্ছে সুদ সহ প্রভিডেন্ট ফান্ড এর স্টেটমেন্ট

WBIFMS পোর্টাল থেকে এখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ফাইনাল প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট ডাউনলোড করা যাচ্ছে। দেখুন কিভাবে নিজেই ডাউনলোড করবেন।

Online PF: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিষয়টি এখন DPPG এর তত্ত্বাবধানে আছে। প্রতি বছরের ন্যায় এই বছরেও DPPG পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি কর্মচারীদের GPF এর সুদ এর পরিমাণ যুক্ত করল প্রত্যেকের একাউন্টে।

এবার WBIFMS পোর্টালে লগইন করে প্রত্যেক গ্রুপ ডি কর্মচারীগণ নিজের নিজের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর ফাইনাল স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য WBIFMS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে সরাসরি লগইন করলেই হবে।

লগইন করার পর বাম দিকের মেনু থেকে GPF অপশন এ ক্লিক করে Report অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর GPF Account Statement option এ ক্লিক করতে হবে। এরপর কোন আর্থিক বছরের স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে ২০২২-২৩ আর্থিক বছর বেছে নেবেন। এটাই সাম্প্রতিকতম ফাইনাল GPF স্টেটমেন্ট ।

এরপর সংক্ষিপ্ত আকারে এক পাতার মধ্যেই স্টেটমেন্ট টি ডাউনলোড করতে হলে “Synoptic Statement” সিলেক্ট করতে হবে। আর যদি বিস্তারিত তথ্য সহ ডাউনলোড করতে চান তবে “Detail Statement” অপশনটি সিলেক্ট করতে হবে। সব কিছু সিলেক্ট করে “Generate Report” অপশন এ ক্লিক করতে হবে।

তবে যে সমস্ত কর্মচারী নিজে থেকে এই GPF Statement ডাউনলোড করতে পারবেন না তারা অফিসে যোগাযোগ করবেন। অফিসের লগইন থেকেও এই স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। অফিসের স্টাফ এই স্টেটমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে দিতে পারবেন। কোনো ক্ষেত্রেই অফিসের প্রধান বা অন্য কারো স্বাক্ষর এর প্রয়োজন নেই।

Back to top button