Online PF: শিক্ষক ও শিক্ষা কর্মীদের অনলাইন পিএফ (NGIPF) এর কাজ শুরু হল, আপনার জেলায় কবে হবে দেখুন
পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষা কর্মী ও অন্যান্য কর্মচারীদের অনলাইন প্রভিডেন্ট ফান্ডের (NGIPF) কাজ দ্রুত গতিতে হচ্ছে। বেশ কয়েকটি জেলার কাজ সম্পন্ন হয়েছে এবং আরো কয়েকটি জেলার কাজ খুব শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে।
Online PF or NGIPF for Teachers: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে NGIPF অর্থাৎ শিক্ষক, শিক্ষা কর্মী সহ বেশ কয়েকটি দপ্তরে কর্মীদের অনলাইন প্রভিডেন্ট ফান্ড এর কাজ চলছে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের DDO অফিসে এই কাজ শুরু হয়ে গেছে। যেমনটা জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার এই সংক্রান্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। এবং বেশ কয়েকদিনের মধ্যেই অন্যান্য জেলার কাজ সম্পন্ন হয়ে যাবে।
যে সমস্ত জেলার কাজ সম্পন্ন হয়েছে তাদের প্রতিষ্ঠানের প্রধানের লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ওই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক, শিক্ষা কর্মী ও অন্যান্য কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডের তথ্য দেখতে পাওয়া যাবে। প্রত্যেকের প্রভিডেন্ট ফান্ডের নতুন নাম্বার এই লগইন আইডির মাধ্যমে দেখতে পাওয়া যাবে।
পরবর্তী সময়ে শিক্ষক, শিক্ষা কর্মী বা অন্যান্য কর্মচারীরা নিজেদের পিএফ একাউন্টে লগইন করে ব্যালেন্স, সাবস্ক্রিপশন ও অন্যান্য তথ্য দেখতে পারবেন। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড থেকে অ্যাডভান্স/লোন নেওয়ার জন্য নিজেদের একাউন্টে লগইন করেই আবেদন করা যাবে।
এই সব সুবিধা গুলি পাওয়ার জন্য প্রভিডেন্ট ফান্ডের নাম্বারটি অবশ্যই নোট করে রাখবেন। পরবর্তী সময়ে লগইন করার জন্য এই নাম্বারটি হয়তো লগইন আইডি হিসাবে ব্যবহার করা হতে পারে।
যে গতিতে কাজ হচ্ছে তাতে মনে করা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই সমস্ত প্রতিষ্ঠানগুলি লগইন আইডি পেয়ে যাবেন। এবং তারপর পূর্ববর্তী ব্যালেন্স ক্যাপচার, অ্যাপ্রুভাল ইত্যাদি বিভিন্ন পর্ব সম্পন্ন করার পর আশা করা যাচ্ছে সামনের আর্থিক বছর থেকেই সমস্ত কর্মচারীরা নিজেদের লগইন আইডি থেকে লগইন করতে পারবেন।
NGIPF সংক্রান্ত অনলাইন লগইন, ব্যালেন্স ক্যাপচার ইত্যাদি কাজগুলি WBIFMS পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। WBIFMS সংক্রান্ত সমস্ত টিউটোরিয়াল, গাইডলাইন্স পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। অনলাইন প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্ত গাইডলাইন গুলি আমাদের ওয়েবসাইটে সরাসরি আপলোড করা হবে। তাই এই ওয়েবসাইটের সমস্ত খবর গুলি পাওয়ার জন্য গুগল নিউজে আমাদের ফলো করুন।