চাকরি

Primary Teacher Recruitment: ৩৯ জন শিক্ষক নিয়োগ নিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আরো ৩৯ জনের নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেষ দিল হাইকোর্ট।

Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বড় খবর। নতুন প্যানেল গঠন করে আরও ৩৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা বোর্ডকে প্রাথমিক শিক্ষক পদে ৩৯ জন চাকরিপ্রার্থী নিয়োগের জন্য একটি নতুন প্যানেল প্রকাশ করতে বলেছে। আদালতে মামলাকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম।

এদিন আদালত জানায়, প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন প্রার্থীর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি হল আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই মামলায় ৯,৫৩৩ জনের নিয়োগ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে। দীর্ঘ মামলা-মোকদ্দমা শেষে ২০২০ সালের আগে প্রশিক্ষিত এবং TET পাস করা ৯ হাজার ৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

D.El.Ed, B.Ed, দুই ধরনের প্রশিক্ষণ আছে এমন ১২ জন চাকরিপ্রার্থী প্রথমে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। কলকাতা হাইকোর্ট আগেই এই ১২ জনের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। পরে আরও ৩৯ জন বিএড ও ডিএলএড প্রশিক্ষিত ব্যক্তিও পৃথক মামলা করেন। এবারও একই নির্দেশনা দেওয়া হয়েছে এই ৩৯ জনের জন্য।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button