Finance News

Primary TET 2023 Admit Card: পিছিয়ে গেল পরীক্ষার দিন, তবে জেনে রাখুন কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন

Primary TET 2023 Admit Card: প্রাথমিক TET পরীক্ষা ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে তা পিছিয়ে গেল। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাইমারি টেট পরীক্ষা। অন্যান্য বছরের মতো এ বছরও রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী TET পরীক্ষার জন্য আবেদন করেছেন। তারা কবে অ্যাডমিট কার্ড পাবেন তা নিয়ে আগ্রহী ছিলেন তারা। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে ডিসেম্বরের শুরুতে TET এর অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। প্রার্থীরা ২ রা ডিসেম্বর থেকে প্রাথমিক টেটের জন্য এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কিভাবে প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

  • এডমিট কার্ড ডাউনলোড করতে, প্রার্থীদের প্রথমে বোর্ডের ওয়েবসাইট wbbpeonline.com বা www.wbbprimaryeducation.org-এ যেতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজে TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023) অপশনে ক্লিক করুন।
  • এরপর Print/Download Admit Card অপশনটিতে ক্লিক করুন।
  • এবার এখানে আপনার টেট পরীক্ষার অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  • এর পরেই আপনি স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন।
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করুন। পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ড আনতে হবে।
  • এডমিট কার্ডে লেখা নির্দেশাবলী অবশ্যই পরে নেবেন।

সরাসরি লিংক: প্রাইমারি টেট ২০২৩ এর এডমিট কার্ড ডাউনলোড, কোথায় সিট পড়ল দেখুন, মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন দেখুন,

উল্লেখ্য, বোর্ড সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এ বছর TET আবেদনের সংখ্যা কমেছে। এ বছরও কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা নিতে যাচ্ছে পর্ষদ। সিসিটিভি নজরদারি, মেটাল ডিটেক্টর ছাড়াও ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা থাকতে পারে। রাজ্য প্রশাসন TET পরীক্ষা নির্বিঘ্নে সফল করতে আগ্রহী। TET ২০২৩ সম্পর্কে তথ্যের জন্য প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।

Back to top button