Salary Before Puja: রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় খবর, পুজোর আগেই এমাসের বেতন প্রদান করা হবে
পুজোর আগেই অক্টোবর মাসের বেতন দিতে প্রস্তুতি নবান্নের।
Salary Before Puja: পুজোর ছুটির আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবিষয়ে নবান্ন তার সক্রিয়তা বাড়াল। সরকারি কর্মচারীরা প্রতি মাসের শেষ তারিখের আগে তাদের মাসিক বেতন পান। এবার পুজোর ছুটি শুরুর আগেই বেতন দিতে চাইছে রাজ্য সরকার।
এমন পরিস্থিতিতে অক্টোবরের শুরুতেই সরকারি অফিস ও সরকারি স্কুলে এ সংক্রান্ত একটি উদ্যোগ শুরু হয়েছে। অক্টোবরের প্রথম দিনেই সব সরকারি অফিস ও স্কুলে বেতন বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগামী ৪ অক্টোবরের মধ্যে বেতন প্রদানের প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে হবে।
রাজ্যের সরকারি স্কুলের প্রধান শিক্ষকদেরও বুধবারের মধ্যে অক্টোবর মাসের জন্য অনলাইন বেতন পোর্টালে (এওএসএমএস) শিক্ষক ও শিক্ষক কর্মীদের বেতন প্রদান সম্পূর্ণ করতে বলা হয়েছে। এ বছর শারদ উৎসব অক্টোবরের তৃতীয় সপ্তাহে হবে, তার আগেই বেতন দিতে চায় রাজ্য।
রিপোর্ট অনুযায়ী, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাজ্য সরকারি কর্মীরা তাদের বেতন পাবেন। সরকারি প্রশাসনের এমন কর্মকাণ্ড দেখে খুশি রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকরা।