Dearness Allowance

Sangrami Joutha Mancha: নবান্নের সামনে ধর্না সহ একাধিক কর্মসূচি ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চ, দেখুন সম্পূর্ণ কর্মসূচি

নবান্নের সামনে চার দিনের অবস্থান, মহামিছিল, ধর্মঘট সহ একাধিক কর্মসূচি গ্রহণ করল সরকারি কর্মচারীদের সংগঠন।

Sangrami Joutha Mancha: কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা, দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ ৩১৮ দিন পেরিয়ে গেছে। শহীদ মিনার পাদদেশে ধর্নায় থাকা সংগ্রামী যৌথ মঞ্চ এবার তাদের দাবি আদায়ের উদ্যেশে নতুন কর্মসূচি ঘোষণা করল। নবান্নের সামনে অবস্থান, মহামিছিল, ধর্মঘট সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের সংগঠন।

যে কর্মসূচী গুলি ঘোষণা করা হল-

১) আগামী ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার থেকে ২২ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নবান্নের সামনে চারদিন ব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২) জানুয়ারি, ২০২৪ এর দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে কলকাতায় মহামিছিল আয়োজন করা হবে। সেই মহামিছিলে সকল স্তরের চাকুরিপ্রার্থী ও চাকুরিজীবীদের মঞ্চ ও সংগঠন উপস্থিত থাকবেন। তিনটি মিছিল শিয়ালদহ, হাওড়া ও হাজরা থেকে শহীদ মিনারে মিলবে।

৩) আগামী জানুয়ারি, ২০২৪ এর শেষ সপ্তাহে সারা রাজ্যব্যাপী সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র ৭২ ঘন্টা ব্যাপী ধর্মঘট কর্মসূচির ঘোষণা করা হবে।

সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি নিয়ে একাধিকবার আন্দোলন, কর্মবিরতি, ধর্মঘট কর্মসূচি গ্রহণ করলেও তাদের দাবি পূরণ করেনি রাজ্য সরকার। বদলে মুখ্যমন্ত্রী বারবার নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন “ডিএ ঐচ্ছিক” দাবি করে।

নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি নেওয়ার জন্য ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের কাছে আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বাহক ভাস্কর ঘোষ বলেন, ‘আমরা হাওড়া সিটি পুলিশের কাছে ওই চারদিনের অবস্থানের জন্য অনুমতির আবেদন করেছি। যদিও তারা হয়তো এই অনুমতি দেবেন না।’ তিনি বলেন অনুমতি না দিলে হাই কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। সব মিলিয়ে আবার রাজ্য সরকারের উপর জোরালো চাপ বৃদ্ধির প্রয়াস সংগ্রামী যৌথ মঞ্চের।

Back to top button