চাকরি

School Service Commission: SLST চাকরি প্রার্থীদের শর্তসাপেক্ষে শিক্ষক পদে নিয়োগের প্রস্তুতি, বড় খবর

তবে কি এবার SLST প্রার্থীদের নিয়োগ জট কাটতে চলেছে? বৈঠকে কী সিদ্ধান্ত হল দেখুন।

School Service Commission: SLST চাকরি প্রার্থীদের অপেক্ষার দিন কি শেষ হতে চলেছে? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শর্তসাপেক্ষে নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখানেই আইনি জটিলতার পাশাপাশি শর্তসাপেক্ষে নিয়োগের বিষয়টিও সামনে আসে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক প্রার্থীদের নিয়োগ শর্তসাপেক্ষে করা যায় কি না, তা খতিয়ে দেখবে শিক্ষা দফতর ও স্কুল সার্ভিস কমিশন।

এসএলএসটি নিয়োগের বিষয়ে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস, শিক্ষা সচিব এবং শিক্ষা দফতরের আইন আধিকারিক এবং কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে বৈঠক করেছেন। চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত থেকে এই দাবি করেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, এই প্রার্থীদের নিয়োগ এখনও আইনি জটিলতায় আটকে আছে। এসএসসিতে নিয়োগ দেওয়া নিয়ে পরে আদালতের চাপের মুখে পড়তে হতে পারে। তাই এসএসসি শর্তসাপেক্ষে নিয়োগের পথ অনুসরণ করতে পারবে কি না সে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। বিভাগ কর্তৃক শূন্যপদের তালিকা এসএসসিতে পাঠানো হচ্ছে। আদালতের সম্মতি পেলে শীঘ্রই নিয়োগ শুরু করা যাবে।

কুণাল ঘোষ বুধবার বলেন, “চাকরিপ্রার্থীদের দাবির কথা এ দিনের বৈঠকে জানিয়েছি। সরকার শূন্যপদের তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে। তার পরে এই শূন্যপদের ভিত্তিতে শর্তাধীন ভাবে পরবর্তী প্রক্রিয়া শুরু করা যায় কি না, তার আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা দফতরের সবাই নিয়োগের ব্যাপারে অত্যন্ত সদর্থক। বিকাশ ভবন শূন্যপদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত পাঠিয়ে দেবে। আমরা এমন কিছু চাইছি না, যেখানে নিয়োগ প্রক্রিয়া শুরুর পরে আবার কোর্টে মামলা হয়ে সেটি বন্ধ হয়ে যায়।”

প্রসঙ্গত, আন্দোলনরত চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন। শিক্ষক নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির নিচে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা চাকরি করছেন তারা টানা ১০৭৫ দিন ধর্নামঞ্চে কাটিয়েছেন। বারবার আশ্বাস দিলেও নিয়োগ হয়নি। চাকরিপ্রত্যাশীরা বলছেন, সরকারের সঙ্গে বারবার আলোচনা হলেও এখনো নিয়োগ অসম্পূর্ণ। এ সময় একটি নিয়োগ সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হয়। চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগের জন্য অপেক্ষা করছেন।

আরো পড়ুন: WB Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ, শূন্যপদ, যোগ্যতা, ফি এবং অনলাইনে আবেদন পদ্ধতি

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button