SIM Card: একজনের নামে ৬৮৫ টি সিম কার্ড! আপনার নামে কোনো ভুয়ো সিম কার্ড আছে কি, দেখুন এইভাবে
ভারত সরকারের নতুন পোর্টালে আপনার নামে কয়টি সিম কার্ড চালু আছে দেখতে পাবেন, বন্ধ করতে পারবেন, হারানো মোবাইল ফেরত পাবেন।
SIM Card: ভারত সরকার সিম কার্ডের জালিয়াতি বন্ধের উদ্দেশ্যে বিভিন্ন সময় নানারকম পন্থা অবলম্বন করে নতুন নতুন নিয়ম লাগু করেছে। কিন্তু এখনো পুরোপুরি ভাবে সিম কার্ড জালিয়াতি বন্ধ করা যায়নি। প্রতারকরা ডকুমেন্ট জাল করে অন্যজনের নামে সিম কার্ড চালু করছে। সাধারণ মানুষ নতুন সিম কার্ড নেওয়ার জন্য আধার নম্বর, ফটো সহ যে সমস্ত ডকুমেন্ট জমা করছেন সেগুলি জাল করে নতুন সিম চালু করছে প্রতারকরা। এই প্রতারণা বন্ধের উদ্দেশ্যে ভারত সরকার নতুন একটি পোর্টাল চালু করল।
সিমকার্ড জালিয়াতি করে আপনার ডকুমেন্ট ব্যবহার করে হয়তো কোন প্রতারক ব্যাংকিং প্রতারণা করছে অন্য কোন ব্যক্তির সাথে। আর্থিক ক্ষতির জন্য কোন ব্যক্তি অভিযোগ জানালে হয়তো পাওয়া যাবে যে সিম কার্ড থেকে প্রতারণা করা হয়েছে তা আপনার নামে আপনার ডকুমেন্টস দিয়ে চালু আছে। এরকম একটি খবর সম্প্রতি পাওয়া গিয়েছিল যে একজন ব্যক্তি তার ফটো ব্যবহার করে ভিন্ন ভিন্ন ব্যক্তির ডকুমেন্টস ব্যবহার করে ৬৮৫ টি সিম কার্ড চালু করেছে। সম্প্রতি নেটফ্লিক্সে জামতারা নামের একটি ওয়েব সিরিজ বানিয়েছে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। আপনার ডকুমেন্টসে তোলা সিমকার্ডের মাধ্যমে আপনার নামে ব্যাংক একাউন্ট এবং কেওয়াইসি পর্যন্ত করা হতে পারে, এমন ঘটনাও ধরা পড়েছে।
দ্বিতীয় যে প্রতারণাটি আপনার সঙ্গে হতে পারে তা হলো, যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এবং আপনি IMEI নাম্বার দিয়ে পুলিশের কাছে কমপ্লেন না করে থাকেন। অথবা আপনি কোন সেকেন্ড হ্যান্ড ফোন কিনলেন এবং দেখা গেল সেটা চুরি করা ফোন। একটি পরিসংখ্যান অনুযায়ী ভারতে যত ফোন হারায় বা চুরি হয় তার জন্য মাত্র ৩ শতাংশ অভিযোগ রেজিস্টার করা হয়। অর্থাৎ বেশিরভাগ মানুষই হারানো বা চুরি যাওয়া ফোনের জন্য থানায় অভিযোগ করেন না। এই হারানো বা চুরি যাওয়া ফোন ব্যবহার করে প্রতারকরা আর্থিক প্রতারণা থেকে শুরু করে সন্ত্রাসবাদি কার্যকলাপও চালাতে পারেন।
এইসব প্রতারণা থেকে রক্ষা করার জন্য ভারত সরকার “সঞ্চার সাথি” (Sanchar Saathi) নামের একটি পোর্টাল চালু করল। এই পোর্টালের মাধ্যমে আপনার নামে কতগুলি সিম কার্ড চালু আছে তা আপনি জানতে পারবেন। শুধু জানতে পারবেন তাই নয়, তার সাথে আপনার নামে যদি কোন অজ্ঞাত নাম্বার চালু থাকে তা আপনি বন্ধও করতে পারবেন। পরিসংখ্যান অনুযায়ী এই পোর্টালে এখনো পর্যন্ত প্রায় ২২ লক্ষ নকল সিম কার্ডের অভিযোগ জমা পড়েছে। এবং ১৩ লক্ষের বেশি অনুরোধ সফলভাবে সমাধান করা হয়েছে।
এছাড়াও মোবাইল হারিয়ে গেলে এই পোর্টালের মাধ্যমে IMEI নাম্বার দিয়ে মোবাইলটি ব্লক করতে পারবেন। এর ফলে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলটি আর কেউ ব্যবহার করতে পারবে না। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ৮ লক্ষ মোবাইল ব্লক করা হয়েছে। এবং তিন লক্ষের বেশি মোবাইলকে ট্রেস করা গেছে।
কিভাবে জানবেন আপনার আপনার নামে কটি সিম কার্ড চালু আছে? এর জন্য সঞ্চার সাথী পোর্টালটি ওপেন করতে হবে। https://sancharsaathi.gov.in/ এই পোর্টালের মধ্যে Citizen Centric Services এর আন্ডারে বর্তমানে দুটি সার্ভিস চালু আছে প্রথমটি হল Block Your Lost/ Stolen Mobile এবং অন্যটি হলো Know Your Mobile Connections । প্রথমটির মাধ্যমে IMEI নাম্বারের সাহায্যে হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ব্লক করতে পারবেন এবং দ্বিতীয় অপশনটি ব্যবহার করে আপনার নামে কতগুলি সিম কার্ড বর্তমানে চালু আছে তা জানতে পারবেন এবং প্রয়োজনে নাম্বার ব্লক করতে পারবেন।
আপনার নামে কতগুলি সিম কার্ড চালু আছে তা জানতে Know Your Mobile Connections অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ক্যাপচা কোড এন্টার করতে হবে। এর পর Validate Capcha বাটনটিতে ক্লিক করলেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে। ওই ওটিপি নির্দিষ্ট জায়গায় এন্টার করলেই আপনার নামে কতগুলি সিম কার্ড চালু আছে তা দেখিয়ে দেবে। এখান থেকে যদি কোন অন্য নাম্বার দেখতে পান যেটি আপনার পরিচিত নয় তা আপনি সিলেক্ট করে Not My Number অপশনটিতে ক্লিক করে রিপোর্ট করতে পারেন।