SSC 2016: “সবার চাকরিই বাতিল হয়েছে- কারো এখন, কারো ডিসেম্বরে”- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য

SSC 2016: সম্প্রতি একটি সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি এবং তাতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্যে করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সাথে আগামী দিনে যাতে রাজ্য সরকার আবার দুর্নীতি করতে না পারে তার জন্য জনগণকে সচেতন থাকতে, আন্দোলন করতে এবং করতে বিচার চাইতে আবেদন করলেন।
৩ এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্ট ২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে WBSSC দ্বারা নিয়োগকৃত ২৫,৭৫৩ শিক্ষক ও শিক্ষাসহায়ক কর্মীর নিয়োগ বাতিলের হাইকোর্ট রায় বহাল রাখে। যদিও কিছু ব্যক্তি সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত প্রমাণিত হয়েছেন, অনেকে এখনও অচিহ্নিত রয়ে গেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এই দুর্নীতির কথা সব প্রথম থেকেই জানতেন। এসএসসি নিয়োগ দুর্নীতির পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং ২০২৩ সালের এপ্রিলে হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়া “গুরুতর অনিয়মপূর্ণ” উল্লেখ করে ৩২,০০০ প্যানেল বাতিলের সিদ্ধান্ত দেয়।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, “সকলের চাকরিই বাতিল হয়ে গেছে। শুধুমাত্র যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি চিহ্নিত হয়নি, তাদের মধ্যে কয়েকজনের চাকরি ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। রাজ্য সরকারকে একটি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, যেখানে উল্লেখ থাকবে কারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং কারা এখনই চাকরি হারিয়েছেন।”
অচিহ্নিত শিক্ষকদের চাকরি ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে মুখ্যমন্ত্রী স্বস্তি প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন “এটা সাময়িক স্বস্তি হলেও ডিসেম্বরের পর চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।”
সম্প্রতি গণমাধ্যমগুলো যেভাবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মেতে উঠেছে, সেই প্রসঙ্গেও তিনি গণমাধ্যমগুলোকে এক হাত নিয়েছেন। তিনি বলেন রাজ্যের গণমাধ্যমগুলোকে আরো দায়িত্ববান হতে হবে। একদিকে চাকরিপ্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই খবর থেকে দৃষ্টি সরিয়ে কারো ব্যক্তিগত জীবন নিয়ে এত মাতামাতি করা সমীচীন নয় বলে মনে করেন তিনি।
নতুন করে পরীক্ষা নেওয়া হলেও যে আবার দুর্নীতি হবেনা, তার কি গ্যারান্টি আছে? এই প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের জনগণ, চাকরিপ্রার্থীদের সচেতন থাকতে বলেছেন। আবার দুর্নীতি হলে তারা যেন ছেড়ে কথা না বলেন। আন্দোলন, অভিযোগ এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের কথাও বলেছেন তিনি। তাদের জন্য তিনি সর্বদা সাহায্য করবেন বলেও আশ্বস্থ করেছেন।