SSC 2016: ব্রেকিং নিউজ! যোগ্য-অযোগ্যের তালিকা জমা দিল এসএসসি, দেখুন এখানে

SSC 2016: এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সামনে এলো, স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্যদের তালিকা জমা দিল স্কুল সার্ভিস কমিশন। রবিবার স্কুল সার্ভিস কমিশন ২০১৬ এসএসসি চাকরিপ্রার্থীদের যোগ্যদের তালিকা ইমেইলের মাধ্যমে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে, এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
২০১৬ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক শিক্ষা কর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করছে। এবার ১৯ হাজারের মতো যোগ্য চাকরিপ্রার্থীর তালিকা পাঠানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কে। এরমধ্যে নবম দশম, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি আলাদা করে চারটি ক্যাটাগরিতে তালিকা পাঠানো হয়েছে।
চাকরি-হারা শিক্ষক, অশিক্ষক শিক্ষা কর্মীরা দাবি করছিলেন এই তালিকা প্রকাশ করার জন্য। এসএসসির কাছে আগে থেকেই যোগ্যদের তালিকা ছিল বলে জানা গেছে। সেই তালিকা নতুন করে প্রস্তুত করে আজকে তা মেইল করা হয়েছে। এই তালিকার উপর ভিত্তি করে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইদের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে বলে জানা যাচ্ছে।
তবে এই তালিকা পাঠানোর ঘটনায় অনেকেই মনে করছেন যে স্কুল সার্ভিস কমিশনের এর কাছে আগে থেকেই যদি তালিকা থেকে থাকে তবে তা সুপ্রিম কোর্টের কাছে কেন দেওয়া হলো না। এছাড়াও চাকরি হারারা দাবি করছেন যে শুধু তা এই তালিকা প্রকাশ করলেই হবে না তার সাথে ও এম আর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।