News

SSC Scam: অবাক কান্ড! সাদা খাতা জমা করে চাকরি, এখন আবার টিচার-ইন-চার্জ

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে চাকরি করছেন। আবার হয়ে গেলেন টিচার-ইন-চার্জ।

SSC Scam: সাদা খাতা জমা দিয়ে দুর্নীতি করে শিক্ষক হয়েছিলেন, এখন আবার টিচার-ইন-চার্জ হয়ে গেলেন। এমনি অবাক করা ঘটনা জানা গেল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের তেঘড়ি নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে। ব্যক্তির নাম গোলাম মাসুম রেজার। আদালতে নির্দেশে স্কুল সার্ভিস কমিশন যে ৯০৭ জনের নামের তালিকা প্রকাশ করেছে তাদের মধ্যে ওই ব্যক্তির নাম আছে ২৩৯ নম্বরে।

গতকালই তার হাতে টিচার-ইন-চার্জ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন অভিযুক্তকে স্কুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কারণে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই নিয়ে ওই টিচার-ইন-চার্জের মন্তব্য নিতে স্কুলে গেলেও, তাকে পাওয়া যায়নি। অভিযোগ, সংবাদ মাধ্যম আসার কথা শুনেই তিনি বেপাত্তা হয়ে গিয়েছেন। ফলে তার মতামত এখনো পাওয়া যায়নি।

এই বিষয়ে ওই স্কুলের শিক্ষক শিক্ষা কর্মীরাও খুব প্রকাশ করেছেন। যিনি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন তিনি আবার স্কুলের ইনচার্জ হয়ে গেলেন। এটা কেউ মেনে নিতে পারছেন না। অভিযোগ তৃণমূল পরিচালিত স্কুল ম্যানেজিং কমিটি ওই অভিযুক্ত শিক্ষককেই টিচার-ইন-চার্জ পদে নিয়োগ করেছে।

ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের একজন সহকারী শিক্ষকও। ওই শিক্ষক নাকি এমনিতেই স্কুলে কম আসেন, তারপরেও কিভাবে এই পদ পেলেন, এমনটাই বললেন তিনি। এই ঘটনা নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যের কারও কাছে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Back to top button