শিক্ষা

Teacher Transfer: আপাতত বন্ধ হল শিক্ষকদের ট্রান্সফার, SSC 2016 এর প্রভাব

Teacher Transfer: সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ৩ এপ্রিল থেকে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক/ অশিক্ষক শিক্ষা কর্মী চাকরিহারা হয়েছেন। এবার তার প্রভাব পড়ল শিক্ষকদের ট্রান্সফারের উপর। ২০২৩ সালে বেশ কিছু শিক্ষকের ট্রান্সফারের অর্ডার প্রকাশ করা হয়েছিল। এই ট্রান্সফার গুলি মূলত করা হয়েছিল যেসব বিদ্যালয়ে উদ্বৃত্ত শিক্ষক আছেন সেখান থেকে যেসব বিদ্যালয়ে কম প্রয়োজনের তুলনায় শিক্ষক আছেন সেখানে।

সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক/ অশিক্ষক শিক্ষা কর্মী চাকরিহারা হওয়ার ফলে এই স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত বিঘ্নিত হয়েছে। এর মাঝেই আপাতত এই সমস্ত ট্রান্সফার গুলি স্থগিত করা হলো।

এসএসসি ২০১৬ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরিবর্তন দাবি করে ইতিমধ্যেই রাজ্য সরকার আবেদন করেছে। সেই আবেদনে মধ্যশিক্ষা পর্ষদ স্বীকার করেছে যে, বর্তমানে রাজ্যে ছাত্র-শিক্ষক অনুপাত রয়েছে প্রতি ৫২ জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক। আবার এই ২৬ হাজার চাকরি বাতিল হলে এই অনুপাত হবে 58 জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক। কিন্তু শিক্ষার অধিকার আইন অনুযায়ী আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত হল ৩০ জন ছাত্র পিছু একজন শিক্ষক।

যেহেতু রাজ্যের বিদ্যালয় গুলিতে নিয়োগ প্রক্রিয়া অনেকদিন ধরে স্থগিত আছে তাই একেই ছাত্র শিক্ষক অনুপাত অনেকটাই বেড়ে গেছে। তার সাথে চাকরি বাতিলের ফলে তা আরো বেড়েছে। এই অবস্থায় তাই ২০২৩ সালের ট্রান্সফার অর্ডারগুলিকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সরকার।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button