WB Health Scheme: হেল্থ স্কিম পোর্টাল খুলছে না? কিভাবে খুলবেন দেখুন

WB Health Scheme: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের হেলথ স্কিমের সকল প্রকার বিষয় এখন পশ্চিমবঙ্গ হেলথ স্কিম পোর্টাল থেকে উপলব্ধ হয়। কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে এই পোর্টালটি খুলছে না। হেল্থ স্কিম পোর্টালের ইউআরএল লিখে ব্রাউজারে এন্টার দিলে বিভিন্ন সময় বিভিন্ন রকম এরর মেসেজ আসছে এবং অনেক ব্রাউজার এটি ব্লক করছে বলে অনেকে অভিযোগ করছেন।
পশ্চিমবঙ্গ হেলথ স্কিম পোর্টালটি বেশ কয়েকদিন আগেই নতুন ডোমেইন নাম এ ট্রান্সফার হয়েছে। পূর্বের যে ডোমেইন নামটি ছিল তা হল: wbhealthscheme.gov.in । গত ১০ ফেব্রুয়ারি থেকে নতুন পোর্টালে পূর্বের হেলথ স্কিমের সমস্ত ডেটা মাইগ্রেট করা হয়েছে। নতুন পোর্টালটি হলো: https://healthscheme.wb.gov.in/ ।
গত ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মাইগ্রেশনের এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই এখন পুরানো পোর্টালটির বদলে নতুন পোর্টাল অর্থাৎ healthscheme.wb.gov.in এটি ব্যবহার করতে হবে। নতুন পোর্টাল নেম ব্যবহার করলে আর এই ধরনের এরর মেসেজ আসবেনা।
উল্লেখ্য ১০ তারিখের কয়েকদিনের মধ্যে পুরানো পোর্টাল এন্টার করলে সরাসরি নতুন পোর্টালে রি-ডাইরেক্ট করে দেওয়া হচ্ছিল। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এখন আর তা রি-ডাইরেক্ট হচ্ছে না। বরং বিভিন্ন ধরনের এরর মেসেজ দেখাচ্ছে ওয়েব ব্রাউজারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়টি তদারকি করে পুরানো ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি নতুন পোর্টালে রিডাইরেক্ট করে দেন তবে এই এরর মেসেজ এবং কনফিউশন থেকে অনেক ব্যবহারকারী মুক্ত হবেন।