News

প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা কবে প্রকাশ হবে? জানা গেল পর্ষদ সূত্রে

পর্ষদ সূত্রে জানা গেল কবে প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা

Primary Teacher Recruitment News: প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া একেবারেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আগামী সোমবার ১৯ দফার ইন্টারভিউ নেওয়া হবে। তারপরেই সম্পূর্ন রূপে শেষ হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার এই প্রক্রিয়া।

নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট সতর্ক। প্রার্থীদের তরফে যে ডকুমেন্টগুলি জমা দেওয়া হয়েছে, সেগুলি যাচাই করার জন্য একাধিক পদ্ধতি নেওয়া হচ্ছে পর্ষদের পক্ষ থেকে। এখন শেষ পর্যায়ের ভেরিফিকেশন চলছে বলেও পর্ষদ সূত্রে খবর। ১১ হাজারের বেশি শূন্যপদে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেও এবার বিশেষ সতর্কমূলক পদক্ষেপ নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এর আগে পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা যায় নাকি তা নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে অবশ্য প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করতে পারেনি পর্ষদ।

তবে কবে প্যানেল প্রকাশ হবে সেই বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু না বলা হলেও পর্ষদের তরফে দাবি করা হচ্ছে অগাস্ট মাসের মধ্যেও করে দেওয়া হতে পারে প্যানেল প্রকাশ। পর্ষদ সভাপতি গৌতম পাল অবশ্য জানিয়েছেন, ‘আমাদের কাজ চলছে। যথা সময়ে আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশ করার বিষয়।”

চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৪০ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ঠেকাতে এবার একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবারে প্রাথমিকে ইন্টারভিউতে ডেমো ক্লাস নিতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। এখানেই শেষ নয়, প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন, তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে। সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও।

সোমবার অর্থাৎ ২৪ জুলাই ১৯ তম পর্যায় ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে। পর্ষদ সূত্রে খবর, এরপর আর কোনও প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার বাকি থাকবে না। পর্ষদের তরফে দাবি করা হচ্ছে অগাস্ট মাসের মধ্যেই করে দেওয়া হতে পারে প্যানেল প্রকাশ।

Join telegram group
Back to top button