চাকরি

WBBPE: ১৬৫০০ শিক্ষক নিয়োগে B.Ed প্রশিক্ষিতদের জন্য পর্ষদের বক্তব্য, বিপাকে চাকরিরত বিএড প্রার্থীরা

২০২০ সালে ১৬৫০০ শিক্ষক নিয়োগে বিএড প্রার্থীরা বিপাকে পড়তে পারেন। আদালতে পর্ষদের রিপোর্ট পেশ।

WBBPE: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে তা নিয়ে রিপোর্ট চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পর্ষদ কে প্রশ্ন করেন NCTE এর গাইডলাইন না মেনে প্রশিক্ষণ ছাড়া কি করে পাঁচ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি করছেন? পর্ষদ কে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট পেশ করল আদালতের সামনে। ওই রিপোর্টে বলা হয়েছে রাজ্যে নয় বছর ধরে ব্রিজ কোর্স করানো হচ্ছে না। ২০১৫ সালে শেষ বার প্রাথমিক শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স করানো হয়েছিল। তারপর থেকে এখন ব্রিজ কোর্স করানো বন্ধ আছে।

ব্রিজ কোর্স জরুরি বলে হাইকোর্টে মামলা করা হয়েছিল। পুরনো নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ হীন প্রার্থীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন। তবে তাদের ৬ মাসের ব্রিজ কোর্স করানো জরুরী। এবং এই ব্রিজ কোর্স এক বছরের মধ্যে করে নেওয়া বাধ্যতামূলক। কিন্তু পর্ষদের রিপোর্ট অনুযায়ী এখন ব্রিজ কোর্স করানো হচ্ছে না।

NCTE এর গাইডলাইন যেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পর বাতিল হয়েছে, সেই অনুযায়ী b.ed প্রশিক্ষিত প্রার্থীদের ছয় মাসের ব্রিজ কোর্স করা বাধ্যতামূলক। কিন্তু ২০২০ সালে ১৬৫০০ শিক্ষক নিয়োগে বহু বিএড প্রশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছেন। অথচ পর্ষদ এখনো পর্যন্ত তাদের ব্রিজ কোর্স সম্পূর্ণ করেনি। পর্ষদের রিপোর্ট আদালতের কাছে গ্রহণযোগ্য মনে না হলে বিপাকে পড়তে পারেন চাকরিরত বিএড প্রশিক্ষিত প্রার্থীরা।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button