News

WBCS Result: WBCS পরীক্ষার ফল প্রকাশ হল, দেখুন মেধাতালিকা

প্রকাশিত হলো WBCS পরীক্ষার রেজাল্ট, সঙ্গে রইল কাট অফ মার্কস ও পোস্টিং ডিপার্টমেন্ট

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WBCS Result: প্রকাশিত হল ডব্লিউবিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC ) ২০২০ সালের ডাবলুবিসিএস গ্রুপ সি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করল। সঙ্গে প্রকাশিত হলো মেধা তালিকা।

WBCS ২০২০ সালের মেইন্স পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার চারটি গ্রুপের পরীক্ষার মধ্যে গ্রুপ সি এর পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। বিজ্ঞপ্তিতে রয়েছে পরীক্ষার্থীদের নাম, ক্যাটেগরি, মেধা তালিকায় অবস্থান ইত্যাদি।

বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে ২১৭ জনের পোস্টিংও দেওয়া হলো। এই পোস্ট গুলি হল:-

  • Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central Correctional Home
  • Joint Block Development Officer
  • Deputy Assistant Director, Consumer Affairs & Fair Business Practices
  • West Bengal Sub-ordinate Land Revenue Service, Grade-I
  • Assistant Commercial Tax Officer
  • Chief Controller of Correctional Services
  • Joint Registrar, West Bengal State Consumer Disputes Redressal Commission & Registrar, District Consumer Disputes Redressal Commission
  • Assistant Canal Revenue Officer (Irrigation)

এই বিজ্ঞপ্তিতে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস ও দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস ৮৫৬।

WBCS Result Cut off Marks

মেধা তালিকাটি pdf ডাউনলোড করতে নিচের বাটনটিতে ক্লিক করুন:-

Show More
Back to top button