WBFIN: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, ইন্সুরেন্স সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্সুরেন্সের নতুন টেবিল অফ বেনিফিট প্রকাশিত হলো। এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন।
WBFIN: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স কাম সেভিংস (GIS) এর গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীগণ অবসরকালীন যে সমস্ত বেনিফিট গুলি পান তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল গ্রুপ ইন্সুরেন্স কাম সেভিংস। ১৯৮৭ সালের জি আই এস এস এর টেবিল অফ বেনিফিট প্রকাশিত হলো। এই বেনিফিট ২০২৩-২৪ সালের জন্য কার্যকর হবে।
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি গ্রূপ ইন্সুরেন্স স্কিম হল GISS স্কীম। ১৯৮৭ সালের GISS স্কিম এর আওতায় একজন কর্মচারীর গ্রুপ অনুযায়ী ১০ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পর্যন্ত সাবস্ক্রাইব করতে হয়। এই টাকা সরাসরি কর্মচারীর বেতন থেকে ফান্ডে জমা হয়ে যায়। যা অবসরকালে একটা নির্দিষ্ট সুদসহ ফেরত পাওয়া যায়।
প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১ নভেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর কত টাকা বেনিফিট পাবেন তার হিসাব দেওয়া হয়েছে। এবং এর সাথে ১৯৮৭ সাল থেকে জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত সুদের হার দেওয়া রয়েছে।
টেবিল অফ বেনিফিটটি ১০ টাকার হিসাবে দেওয়া হয়েছে তবে অন্যান্য হিসাবগুলি অর্থাৎ ২০, ৪০, ৮০ টাকার হিসেবগুলি একই অনুপাতে হবে।
নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করে এই অর্ডার টি ডাউনলোড করে নিতে পারেন-