নির্দেশিকা

WBFIN: ১লা বৈশাখ পালিত হবে রাজ্য দিবস, কী কী করতে হবে, প্রকাশিত হল বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের রাজ্য গান এবং রাজ্য সংগীত সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর।

WBFIN Order: কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য দিবস পালন করা হবে ১লা বৈশাখ। এর সাথে রাজ্য সংগীত হিসাবে বিবেচিত হয়েছে “বাংলার মাটি বাংলার গান” এই গানটি। এবার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি উল্লেখ করল। এখানে বিজ্ঞপ্তির বিবরণ দেওয়া হল:

বিজ্ঞপ্তির সারাংশ (WBFIN Order Summary):

১) বিজ্ঞপ্তি নং:400-F(H)/FA/O/2E-1/33/24 (N.B).
প্রকাশের তারিখ:24/01/2024
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর, নবান্ন
২) বিজ্ঞপ্তি নং:1895/Secy/lCA/2023
প্রকাশের তারিখ:30/12/2023
প্রকাশক:Information & Cultural Affairs Department, Nabanna
বিষয়:পশ্চিমবঙ্গের রাজ্য দিবস এবং রাজ্য গান (Declaration of ‘State Day’ and ‘State Song’)

বিস্তারিত বিজ্ঞপ্তি (WBFIN Order):

পশ্চিমবঙ্গের তথ্য এবং সংস্কৃতি বিভাগের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিটি উল্লেখ করে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (Finance Depatment of West Bengal) একটি সার্কুলার জারি করেছে। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১লা বৈশাখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের বৈশাখ মাসের প্রথম দিন রাজ্য দিবস হিসেবে পালন করা হবে। এবং এই দিনকে “বাংলা দিবস” হিসাবে পালন করতে হবে।

এর সাথে সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “বাংলার মাটি বাংলার জল” গানটিকে রাজ্য সংগীত হিসাবে গাওয়া হবে। এই গানটি মোটামুটি ভাবে এক মিনিট ৫৯ সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হবে।

রাজ্যের সমস্ত সরকারি অনুষ্ঠানের শুরুতে এই রাজ্য গান গাইতে হবে এবং অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সংগীত। জাতীয় সংগীতের মতো রাজ্য গান গাওয়ার সময় সকলকে উঠে দাঁড়াতে হবে এবং সমবেত কন্ঠে এই গান গাইতে হবে।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন
WBFIN Order for state day and state song
WBFIN Order for state day and state song

সম্পূর্ণ অর্ডারটি ডাউনলোড করুন: DOWNLOAD NOW

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button