Govt Orders

WBFIN: রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্সুরেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ, উপকৃত কর্মচারী, শিক্ষক

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

WBFIN: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর (West Bengal Finance Department) সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্সুরেন্স কাম সেভিংস (GIS) স্কিম এর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ ইন্সুরেন্স এর বেনিফিট দেওয়া হবে।

বিজ্ঞপ্তি নং:061-F(J)-WB
প্রকাশের তারিখ:10/08/2023
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর
বিষয়:গ্রুপ ইন্সুরেন্স এর বেনিফিট ( আগস্ট ২০২৩ থেকে অক্টোবর ২০২৩)

রাজ্য সরকারের গ্রুপ ইন্সুরেন্স স্কিমে প্রত্যেক সরকারি কর্মচারী ও শিক্ষকদের একটা নির্দিষ্ট অংকের টাকা জমা রাখা হয়। কর্মচারীদের গ্রুপ অনুযায়ী কারো ক্ষেত্রে ১০ টাকা, ২০ টাকা, ৪০ টাকা অথবা ৮০ টাকা গ্রুপ ইন্সুরেন্স স্কীমে (GIS) জমা করতে হয়। ১৯৮৭ সালের গ্রুপ ইন্সুরেন্স এর ক্ষেত্রে এই অ্যামাউন্ট গুলো জমা করা হয়।

অর্থ দপ্তর নির্দিষ্ট সময় পর পর গ্রুপ ইন্সুরেন্স স্কিমের বেনিফিট এর একটি করে তালিকা প্রকাশ করে। সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই তালিকা অনুযায়ী জিআইএসের বেনিফিট পাবেন। বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে অবসর গ্রহণ করবেন তাদের গ্রুপ ইন্সুরেন্সের বেনিফিটের লিস্ট এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর সাথে কোন বছর কত সুদের হার ছিল এবং এখনো কত সুদের হার চলছে তাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দশ টাকার হিসাবে বেনিফিটের পরিমাণ দেওয়া রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০, ৪০ বা ৮০ টাকার হিসাব গণনা করে নিতে হবে। যেমন ১৯৯০ সালের নভেম্বরের মধ্যে কেউ চাকরিতে যোগদান করে আগস্ট ২০২৩এ অবসর গ্রহণ করলে। দশ টাকার হিসাবে তার বেনিফিটের পরিমাণ হবে লিস্ট অনুযায়ী ১৬২৫৭.১০ টাকা। টাকা ২০ টাকার হিসেবে হবে এর দ্বিগুণ অর্থাৎ ৩২৫১৪.২০ টাকা । তবে মধ্যবর্তি সময়ে কোন কর্মচারীর এই সাবস্ক্রিপশনের পরিমাণ পরিবর্তিত হলে সেটাও হিসাব করতে হবে।

নিচে এ লিস্ট টি দেওয়া হল, এবং আপনি চাইলে সম্পূর্ণ অর্ডার কপিতে নিচের ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে নিতে পারেন:-

GIS Table of Benefits Aug 2023 to Oct 2023
GIS Table of Benefits Aug 2023 to Oct 2023
Show More
Back to top button