Recruitment News

স্বাস্থ্য দপ্তরে ৬৫০০ নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে দেখুন

স্বাস্থ্য দপ্তরে ব্যাপক সংখ্যায় নিয়োগ হতে চলেছে , বিস্তারিত দেখুন

পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর এল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একগুচ্ছ পদে নিয়োগ শুরু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (WBHRB) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে । যে পোস্ট গুলির জন্য এ নিয়োগ প্রক্রিয়ায় হবে তা হল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।

পঞ্চায়েত ভোটের আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েক লক্ষ পদে নিয়োগ শুরু হবে শীঘ্রই। কথা মেনে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায়। যার জন্য তৎপরতার সাথে কাজ চলছে।

এই পথ গুলির মধ্যে ১৪০০ জন চিকিৎসক নিয়োগ করা হবে। । ৮৩৫ টি পদে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। ৪৩৫টি পদে নিয়োগ করা হবে বিএসসি ও পোস্ট বেসিক নার্স। এসবের বিভিন্ন কলেজে ৭৪ টি শূন্য পদে সিনিয়র লেকচারার, রিডার ও সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে।

জি এন এম নার্সিং এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে বেশ কয়েকশো নিয়োগ হতে চলেছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে মিলিয়ে মোটামুটি ৬৫০০ থেকে ৭ হাজার শূন্য পদে নিয়োগ হবে বলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগস্ট মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বলা হয়েছে।

গত কয়েক বছর ধরে বহু শূন্য পদে নিয়োগ না হওয়ায় রাজ্যের বেকার যুবক-যুবতীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী লক্ষাধিক শূন্য পদে নিয়োগ শুরু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। এবং অনেক তরুণ তরুণী চাকরি পাবে ।

Back to top button