বিবিধ

WBPSC: WBCS পরীক্ষার সকল পরীক্ষার্থীর নম্বর প্রকাশ করল পি এস সি, এখানে দেখুন [PDF]

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত WBCS প্রিলি ২০২২ এর সকল পরীক্ষার্থীর নম্বর প্রকাশিত হলো।

WBPSC WBCS Result: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) আয়োজিত ডব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। যারা সফল হয়েছেন তাদের লিস্ট পিএসসির ওয়েব সাইটে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। এবার যত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সকলের প্রাপ্ত নাম্বার প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

ইতিমধ্যেই প্রকাশিত রেজাল্ট এর মাধ্যমে যারা পাস করেছেন তাদের মেন্স পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে পূজোর আগেই। ২০২২ সালের প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ২.৫ লক্ষেরও বেশি প্রার্থী। যার মধ্যে মোট ৫ হাজার ৪৯৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই সকল পরীক্ষার্থীরা মেন্স পরীক্ষার জন্য যোগ্য।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সকল প্রার্থীর প্রাপ্ত নাম্বারের সাথে ক্যাটেগরি অনুযায়ী কাট অফ মার্কস প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস ১৩০.৩৯, ওবিসি ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস ১৩০.৩৯, এস সি ক্যাটাগরির জন্য ১২৪.৪৪ এবং এসটি ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস নির্ধারিত হয়েছে ১০৪.৩৭।

WBPSC RESULT CUT OFF MARKS
WBPSC RESULT CUT OFF MARKS

যে সকল প্রার্থীরা সফল হয়েছেন তাদের মেন্স পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের ২৯,৩০ এবং অক্টোবর মাসের ১ এবং ৩ তারিখ। মেন্স পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

নিজের লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিজের রেজাল্ট এবং প্রাপ্ত নাম্বার জেনে নিন:

https://drive.google.com/file/d/1M9vw0AdusXULCURO3z64RptIy38qMaPp/view?pli=1

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button