চাকরি

প্রাথমিকে ১১৫০০ নিয়োগে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, ২০২২ এর নিয়োগ বন্ধ হয়ে গেল

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২২ এর নিয়োগ বন্ধ হয়ে গেল, দেখুন বিস্তারিত।

Primary TET: ২০২২ প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সবে মাত্র ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে কয়েকদিন আগেই। আগস্ট মাসে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু আজ সুপ্রিম কোর্ট এই নিয়োগে স্থগিতাদেশ দিয়ে দিল। ফলে চাকরিপ্রার্থীদের অপেক্ষা আরও বেড়ে গেল।

কোলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২০-২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত প্রার্থীদের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পক্ষে রায় দিয়েছিলেন। এই রায়ের প্রেক্ষিতে বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে নির্দেশ ছিল ওই প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।

সুপ্রিম কোর্টে ২০২০-২২ D.EL.ED/ B.ED মামলায় আজ বিচারপতি হিমা কুহেলী ও বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ এই নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। এর ফলে ১১৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ আপাতত বন্ধ রাখতে হবে।

এর ফলে ইন্টারভিউ সম্পন্ন করা চাকরি প্রার্থীদের আবারও অপেক্ষা করতে হবে। মামলার পরবর্তী শুনানি তে বিচার করবে আদালত।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button