News

নজিরবিহীন দুর্নীতি: এক বিষয়ের ২১৯ জনের মধ্যে ১৮১ জনই দুর্নীতি করে চাকরি পেয়েছে

শুধু ভুগোলেই ২১৯ জনের মধ্যে ১৮১ জনই দুর্নীতি করে চাকরি পেয়েছে

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ড পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লজ্জায় ফেলেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। আদালতের নির্দেশ মেনে ৯০৭ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অভিযোগ, OMR শিটের নম্বর পরিবর্তন করে এই সমস্ত প্রার্থীদের শিক্ষকপদে নিয়োগ দেওয়া হয়েছে।

  • আদালতের নির্দেশ মেনে ৯০৭ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি।
  • অভিযোগ, OMR শিটের নম্বর পরিবর্তন করে এই সমস্ত প্রার্থীদের শিক্ষকপদে নিয়োগ দেওয়া হয়েছে।
  • ভূগোল বিষয়ে শিক্ষকপদে চাকরি প্রাপ্ত ২১৯ জনের মধ্যে ১৮১ জনই OMR বিকৃতি ঘটিয়ে চাকরি পেয়েছেন
  • বাংলা, রাষ্ট্রবিজ্ঞান সহ অন্য সব বিষয়েও একই অবস্থা।
  • চাকরি প্রার্থীরা দাবি করছেন, ৫৩ নম্বর পাওয়া প্রার্থীদের বড় অংশই এই তালিকায় আছেন।
  • সুপ্রিম কোর্ট এক সপ্তাহের জন্য OMR প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে।
  • আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। আদালতের নির্দেশ মেনে ৯০৭ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অভিযোগ, OMR শিটের নম্বর পরিবর্তন করে এই সমস্ত প্রার্থীদের শিক্ষকপদে নিয়োগ দেওয়া হয়েছে।

ভূগোল বিষয়ে শিক্ষকপদে চাকরি প্রাপ্ত ২১৯ জনের মধ্যে ১৮১ জনই OMR বিকৃতি ঘটিয়ে চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীরা দাবি করছেন, ৫৩ নম্বর পাওয়া প্রার্থীদের বড় অংশই এই তালিকায় আছেন।

সুপ্রিম কোর্ট এক সপ্তাহের জন্য OMR প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।

Show More
Back to top button