News

ব্রেকিং: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম গ্রেপ্তার ৪ শিক্ষক, আরও গ্রেফতারের সম্ভাবনা

নিয়োগ দুর্নীতিতে এই প্রথম চার জন শিক্ষককে গ্রেফতার করা হলো। আরো বাড়তে পারে গ্রেফতার এমনটাই মনে করছেন অনেকে।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

West Bengal Teacher Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এতদিন নেতা মন্ত্রীরা ও আধিকারিকরা গ্রেপ্তার হয়েছেন। এবার চার শিক্ষককে গ্রেপ্তার করা হলো। এর ফলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। চারজনই মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আলিপুরের বিশেষ আদালতের নির্দেশে এই চারজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার করা চারজন অযোগ্য শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। গ্রেপ্তার হওয়া চার জন শিক্ষকের নাম জাহিরউদ্দিন শেখ, সায়গল হোসেন, সিমার হোসেন ও সৌগত মণ্ডল। তাদের পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে।

এই চারজনের বিরুদ্ধে অভিযোগ চাকরির জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা দিয়ে শিক্ষকের চাকরি পেয়েছেন। চাকরির বিনিময়ে তাপস মন্ডল কে তারাই টাকা দেন। তারাও সমানভাবে দোষী। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২১আগস্ট পর্যন্ত তাদের জেল হেফাজতে থাকতে হবে।

এই প্রথম চারজন শিক্ষক গ্রেপ্তার হওয়ায় গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন। যদি সেই রকমই হয় তবে অনেক অযোগ্য শিক্ষকই গ্রেপ্তার হতে পারেন।

Show More
Back to top button