Dearness Allowance

বড় খবর: সংগ্রামী যৌথ মঞ্চের ঐতিহাসিক জয়, খুশি শিক্ষক মহল

শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত মামলায় ঐতিহাসিক জয় পেল সংগ্রামী যৌথ মঞ্চ।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

Breaking News: শিক্ষক বদলি মামলা সংক্রান্ত বড় খবর সামনে এলো। কলকাতা হাইকোর্টে বদলি সংক্রান্ত মামলাতে বিরাট জয় পেল সংগ্রামী যৌথ মঞ্চ। 10C ধারা দিয়ে আর বদলি করা যাবে না শিক্ষক-শিক্ষিকাদের।

শিক্ষক বদলি সংক্রান্ত রাজ্যের তৈরি গাইডলাইন সম্পর্কে আপত্তি প্রকাশ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয় শিক্ষকদের পক্ষ থেকে। হাইকোর্টের বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে বলেছিলেন।

কিন্তু রাজ্যের তৈরি গাইড লাইনে আপত্তি করে মামলা করেন কয়েকজন শিক্ষক। রাজ্য যে গাইডলাইন তৈরি করেছে তাতে স্কুল সার্ভিস কমিশনের 10C বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তোলা হয়। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়। আজ সেই মামলাতে জয় পেল শিক্ষক মহল। অর্থাৎ এই ধারা দিয়ে আর বদলি করা যাবে না হাইস্কুলের সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক শিক্ষক ভাস্কর ঘোষ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন “10C মামলায় ঐতিহাসিক জয় সংগ্রামী যৌথ মঞ্চের। এই ধারা দিয়ে আর বদলি করা যাবে না হাই স্কুলের সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের।”

Show More
Back to top button