Income Tax

ITR Filing: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এর লাস্ট ডেট মিস করলে কী হবে? জেল, জরিমানা?

ITR Filing: চলতি আর্থিক বছরের ইনকাম ট্যাক্স ফাইল করার শেষ দিন ৩১শে জুলাই ২০২৩। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন আছে। এর মধ্যে অনেকেই নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করে ফেলেছেন। আবার অনেকেই এখনো জমা করতে পারেননি নানান অসুবিধার কারণে। যদি শেষ দিনের মধ্যেও ITR ফাইল না করা হয় তবে জরিমানা থেকে জেল পর্যন্ত হতে পারে।

লাস্ট ডেট বাড়ার সম্ভাবনা কি আছে? এই বছর ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল কোনো বক্তব্যে লাস্ট ডেট বাড়ানোর কোনো উল্লেখ করা হয়নি। অর্থাৎ এটা ধরে নেওয়া যেতে পারে যে ৩১ শে জুলাই হবে এই বছরের ITR File করার শেষ দিন।

ITR Filing না করলে ফাইন: লাস্ট ডেট এর মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করলে গুনতে হবে ফাইন। যদি বার্ষিক ইনকাম ৫ লক্ষ টাকার নিচে, তাদের দিতে হবে ১০০০ টাকা জরিমানা। এর ৫ লক্ষ টাকার অধিক বার্ষিক ইনকাম হলেই গুনতে হবে ৫ হাজার টাকা জরিমানা। এই পরিমাণ জরিমানা দিয়ে ITR ফাইল করা যাবে ৩১ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

ITR Filing না করলে জেল: ৩১ শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করলে ভারত সরকার বিচার প্রক্রিয়া শুরু করতে পারে এবং যার ফলে জেল পর্যন্ত হতে পারে। বর্তমান ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী এই জেল ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত হতে পারে।

তাই আমাদের পক্ষ থেকে এটাই পরামর্শ যে, শেষ দিন অর্থাৎ ৩১ শে জুলাই পর্যন্ত অপেক্ষা না করে আজই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করে দিন। শেষ দিনে ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে ধীর গতির মত সমস্যা সৃষ্টি হতে পারে। আর কোনো ভাবে যদি এই ডেট মিস করেন তবে ৩১ শে ডিসেম্বরের মধ্যে অবশ্যই জরিমানা দিয়ে ট্যাক্স রিটার্ন জমা করে দিন।

দেখুন: কিভাবে নিজেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করবেন

Join telegram group
Back to top button