চাকরি

WBTET: সকল টেট পরীক্ষার্থীকে দিতে হবে বাড়তি ৬ নম্বর, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল সকল TET পরীক্ষার্থীকেই বাড়তি ছয় নম্বর করে দিতে হবে। পর্ষদের আপত্তি, এর ফলে মেধা তালিকার বিরাট রদবদল হয়ে যাবে।

WBTET: টেট পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত (Kolkata High Court)। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় সকল টেট (Primary TET) পরীক্ষার্থীদের বাড়তি ৬ নম্বর করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে ২০১৪ সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে ছয়টি প্রশ্ন ভুল ছিল এমন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আদালতে মামলা (Wrong Question Case) করেন ২০১৮ সালে। এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন। এই কমিটি জানিয়েছিল ৬টি প্রশ্ন ভুল আছে।

তবে সেই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দিয়েছিলেন যে সমস্ত পরীক্ষার্থী ঋণাত্মক মান পেয়েছেন তাদের সবাইকে এই নম্বর দেওয়া হবে। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে অন্য চাকরি প্রার্থীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। চাকরির প্রার্থীদের করা এই মামলাটি বিচারপতি তালুকদারের কাছে উঠে।

বিচারপতি তালুকদার প্রত্যেক প্রাইমারি টেট পরীক্ষার্থীকে অতিরিক্ত ৬ নম্বর করে দেওয়ার নির্দেশ দেন। আবার এই সংক্রান্ত মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সিঙ্গেল বেঞ্চে উঠলে তিনিও সকল পরীক্ষার্থীকেই অতিরিক্ত ৬ নম্বর দেওয়ার নির্দেশ দেন।

তবে পর্ষদ এর বক্তব্য হল সকলকে ৬ নম্বর করে বাড়িয়ে দিলে মেধা তালিকার বিরাট রদবদল হয়ে যাবে। তবে ডিভিশন বেঞ্চ পর্ষদের এই দাবি মানেনি। মামলাটির পরবর্তী শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এ হবে।

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button