Dearness Allowance

Dearness Allowance: নবান্ন প্রকাশ করল ১০ শতাংশ মহার্ঘভাতার বিজ্ঞপ্তি, তবে কিছুজন পাবেন ১৫১ শতাংশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করল।

Dearness Allowance: কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন। নতুন এই মহার্ঘ ভাতা দেওয়া হবে ১ জানুয়ারি ২০২৪ থেকে। এর আগে রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এখন ৪ শতাংশ দেওয়ার ফলে তা বেড়ে হলো ১০ শতাংশ। এবার এই ১০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অর্ডার প্রকাশ করল নবান্ন। । তবে কিছু কর্মচারী আছেন যারা ১৫১ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। বিস্তারিত অর্ডার দেখুন এখানে।

বিজ্ঞপ্তি নং:56-F(P2)
প্রকাশের তারিখ:03/01/2024
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর, নবান্ন
বিষয়:অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি (মোট ১০ শতাংশ)

১০ শতাংশ মহার্ঘ ভাতা ( 10% Dearness Allowance)

রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মচারীরা ১ জানুয়ারি ২০২৪ থেকে ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্য সরকারের কর্মচারী, সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপাল কর্পোরেশনের কর্মী ইত্যাদি কর্মচারীরা সকলেই এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। এছাড়াও পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা ১০ শতাংশ মহার্ঘ্য ত্রাণ পাবেন।

১৫১ শতাংশ মহার্ঘ ভাতা কারা পাবেন?

রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীগণ এতদিন পর্যন্ত ১৪১ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন । তবে এবার ১ জানুয়ারি ২০২৪ থেকে ঐ সমস্ত কর্মচারীরা ১৫১ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন। অর্থাৎ এই সমস্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত কর্মচারীদের বেতন নির্ধারিত হয় ২০০৯ সালের রোপার ভিত্তিতে।

মহার্ঘ ভাতার অফিসিয়াল বিজ্ঞপ্তি (Dearness Allowance Order)

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন।

Back to top button