WBPSC Clerkship Notification: ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, দেখুন কিভাবে আবেদন করবেন
চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করল।
WBPSC Clerkship Notification: দীর্ঘ চার বছর অপেক্ষার পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আবার ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বিরাট সুখবর। জানা যাচ্ছে প্রায় ৬০০০ শূন্য পদে নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার (WBPSC Clerkship Examination 2023) জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি (Indicative Advertisement) প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in এ গিয়ে রেজিস্টার করে আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা এর আগে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকেও আবার রেজিস্ট্রেশন করতে হবে।
তবে বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে বলা হয়েছে এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে বয়স সীমা, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ইত্যাদি বিষয়ে নিয়ে বিস্তারিত জানানো হবে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে।
চাকরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সমস্ত আপডেট পেতে থাকুন।