Govt Orders

CAS Benifit: সুখবর! ১৬ বছরের বদলে ১৫ বছরের বেনিফিটের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কবে থেকে পাবেন দেখে নিন

পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী দের জন্য বিরাট সুখবর! এখন ১৬ বছরের বদলে ১৫ বছরে এবং ২৫ বছরের বদলে ২৪ বছরে নন ফাংশনাল প্রমোশন পাবেন।

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

CAS Benifit 15 years Benefit: কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী একটি প্রেস রিলিজ প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়েছিল হেলথ স্কিমের বেনিফিট ২ লাখ টাকা পর্যন্ত করা হচ্ছে এবং তার সাথে নুন ফাংশনাল প্রমোশন বা CAS বেনিফিট ১৬ বছরের বদলে ১৫ বছর করা হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ বিজ্ঞপ্তি প্রকাশ হলো। সঙ্গে ২৫ বছরের বদলে CAS বেনিফিট ২৪ বছর করা হলো।

বিজ্ঞপ্তি নং:5100-F(P1)/FA/O/2M/46/23 (N.B)
প্রকাশের তারিখ:31/08/2023
প্রকাশক:পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর (WBFIN)
বিষয়:CAS Benefit ১৬ বছরের বদলে ১৫ বছর এবং ২৫ বছরের বদলে ২৪ বছর করা হলো

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা কোনরকম প্রমোশন না পেয়ে থাকলে ৮ বছর ১৬ বছর এবং ২৫ বছর একটানা চাকরি করে থাকলে নন ফাংশনাল প্রমোশন পেয়ে থাকেন। যার অপর নাম কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা CAS বলে পরিচিত। এর ফলে সরকারি কর্মচারীরা একটি করে এক্সট্রা ইনক্রিমেন্ট পান এবং পে লেভেল পরবর্তী ধাপে পৌঁছায়। এর ফলে আর্থিকভাবে উপকৃত হন সরকারি কর্মচারী।

বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এর বেনিফিট ১৬ বছরের বদলে ১৫ বছর করা হচ্ছে। অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর সেই বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিজ্ঞপ্তি অনুযায়ী এখন ১৬ বছরের বদলে ১৫ বছর এবং ২৫ বছরের বদলে ২৪ বছর একটানা চাকরি করে থাকলে এই বেনিফিট পাওয়া যাবে। অর্থাৎ এক বছর প্রতীক্ষা কমে গেল। এতে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা। ১আগস্ট ২০২৩ থেকে এই অর্ডার এর ইফেক্ট দেওয়া হবে।

Non functional promotion cas benefit 15 years
Non functional promotion cas benefit 15 years

Show More
Back to top button