Child Care Leave for Father: পশ্চিমবঙ্গের পুরুষ সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। সন্তানের দেখা শোনার জন্য পুরুষ সরকারি কর্মচারীরাও দুই বছর ‘চাইল্ড কেয়ার লিভে‘র সুবিধা পাবেন। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মহিলাদের সাথে বৈষম্য দূর করে তাদের সমান ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিংহ।
এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ- সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রেও মহিলা কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর বৈষম্য করা যাবে না। পুরুষ কর্মচারীদেরও সমান ছুটি পাওয়ার অধিকার আছে। সিঙ্গেল ফাদার অর্থাৎ মাতৃহীন শিশুদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা আছে বলে জানিয়েছে আদালত।
বর্তমানে পুরুষ সরকারি কর্মচারীরা ‘প্যাটারনিটি কাম চাইল্ড কেয়ার লিভ’ এর আওতায় মাত্র 30 দিন ছুটি পেয়ে থাকেন। এবং মহিলা কর্মচারীরা ‘চাইল্ড কেয়ার লিভ হিসাবে’ সন্তান লালন পালন, অসুস্থতা জনিত কারণ, এবং সন্তানের পরীক্ষার জন্য মোট 730 দিন অর্থাৎ দুই বছর ছুটি পেয়ে থাকেন। দুটি সন্তানের ক্ষেত্রে এই ছুটি পাওয়া যায়।
এই বৈষম্যকে চ্যালেঞ্জ করে একজন শিক্ষক যিনি সিঙ্গেল ফাদার, হাইকোর্টে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃত সিংহ। 90 দিনের মধ্যে নির্দেশিকা জারি করার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত।
আরো পড়ুন: