DA Case News: ডিএ মামলায় স্বস্তি, বকেয়ার ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

DA Case News: বহুল আলোচিত মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ আপাতত বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগস্ট মাসে, গ্রীষ্মকালীন ছুটির পর।
মামলার শুনানির শুরুতে বিচারপতি সঞ্জয় করোল বকেয়ার ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। তবে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আর্থিক বোঝার কারণ দেখিয়ে এর বিরোধিতা করেন এবং ১০ শতাংশ দেওয়ার প্রস্তাব দেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয়।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে সংশোধিত ROPA ২০০৯ অনুযায়ী মহার্ঘভাতার জন্য ছয় মাসের মধ্যে নির্দেশিকা তৈরি এবং এক বছরের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আজকের শুনানিতে অভিষেক মনু সিংভি মামলাটি সোমবার পর্যন্ত স্থগিত রাখার আর্জি জানালেও বিচারপতিরা ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ বহাল রাখেন।
আদালতের এই নির্দেশের সম্পূর্ণ বিবরণ এবং পরবর্তী পদক্ষেপের জন্য সরকারি আদেশের কপির অপেক্ষা করা হচ্ছে। তবে আপাতত এই ২৫ শতাংশ প্রাপ্তি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।