Dearness Allowance

DA Case Update: এইমাত্র জানা গেল পরবর্তী শুনানির দিন

এইমাত্র পাওয়া খবর অনুযায়ী ডি এ কেসের পরবর্তী শুনানির দিন জানা গেল

Join Telegram groupJoin Now
Follow on Google NewsFollow Now

DA Case Update Latest News: সুপ্রিম কোর্টে চলা ডি এ মামলার (Dearness Allowance Case) পরবর্তী শুনানের দিন এখনই জানা গেল। গত শুক্রবার 14 জুলাই এই মামলাটি সুপ্রিম কোর্টে 60 নং আইটেম এ বিচারপতি হৃষিকেশ রায় এবং পঙ্কজ মিথালের বেঞ্চে উঠেছিল। বিচারপতিরা এই মর্মে বিজ্ঞপ্তি দেন যে মামলাটির দীর্ঘ শুনানির প্রয়োজন, তাই এখনই রায় দেয়া সম্ভব নয়। তবে ঐদিন পরবর্তী শুনানির দিন জানানো হয়নি। এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দ্বিধা দ্বন্দ সৃষ্টি হয়েছিল। অনেকে মনে করছিলেন, পরবর্তী শুনানি হয়তো এই বছরে আর হবে না।

DA Case Next Hearing Date
Supreme Court DA Case update Next Hearing Date

আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পরবর্তী শুনানের দিন সম্বন্ধে একটি আভাস পাওয়া গেল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে এই মামলাটির পরবর্তী শুনানি হবে নভেম্বর মাসে। অর্থাৎ আগামী নভেম্বর ২০২৩ এ মামলাটি আবার শুনানি হতে চলেছে। পরবর্তী শুনানির মাস জানা গেলেও নির্দিষ্ট দিনটি এখনো সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়নি। এই সম্বন্ধে কোন বিস্তারিত বিবরণ জানা গেলে আমাদের ওয়েবসাইটের তৎক্ষণাৎ জানানো হবে।

গুরুত্বপূর্ণ খবরগুলি সরাসরি জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

আরো দেখুন: জুলাই এর ইনক্রিমেন্ট হলে আপনার এত টাকা মাহিনা বাড়বে

Show More
Back to top button