হেল্থ স্কিম

নগদহীন চিকিৎসার সীমা ২ লক্ষ টাকা করা হল | Enhancement of cashless limit under WBHS

Enhancement of cashless limit under WBHS: মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের মেডিকেল সেল পশ্চিমবঙ্গ হেলথ স্কিম এর নথিভুক্ত প্রাইভেট হাসপাতালে প্রতি ইনডোর চিকিৎসার জন্য সর্বোচ্চ নগদহীন (cashless) চিকিৎসার পরিমান ২ লক্ষ টাকা করল। বুধবার ৭ই জুন এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর। অর্ডার এর বিস্তারিত পড়ুন এই নিবন্ধে।

হেলথ স্কিমএর অধীনে প্রাইভেট নথিভুক্ত হাসপাতালে নগদহীন চিকিৎসার পরিমান কমপক্ষে ৫ লক্ষ টাকা করার দাবি সরকারি কর্মচারীদের একটি অন্যতম দাবির মধ্যে আছে। গত ২৮শে এপ্রিল ২০২২ অর্থদপ্তরের নোটিফিকেশন [73-F-(MED)] অনুযায়ী এই কাশলেস চিকিৎসার পরিমান ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। যা পুনরায় অর্থদপ্তরের নোটিফিকেশন [92-F(MED)] অনুযায়ী ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হল।

এর ফলে যে কোনো চিকিৎসার জন্য নথিভুক্ত হাসপাতাল অথবা নার্সিং হোম এ ভর্তি হলে (ইনডোর) চিকিৎসার জন্য সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনার দের কোনো টাকা দিতে হবে না। এর জন্য অবশ্যই কর্মচারী / পেনশনার কে হেলথ স্কিম এ অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে উল্লেখ্য এই ২ লাখের বেশি পরিমান খরচ কর্মচারী/পেনশনার রা রিইমবার্সমেন্ট করতে পারবেন।

এই নির্দিষ্ট হারে ক্যাসলেস চিকিৎসার সুবিধা কার্যকর হবে ১ লা জুলাই ২০২৩ ও তার পরবর্তি দিন এ ভর্তি হলে।

সবার আগে খবরের আপডেট পান!

টেলিগ্রামে যুক্ত হন

Download order for Enhancement of cashless limit under WBHS

File Details:


File Name: Enhancement of cashless limit under WBHS.pdf
Language: English
Order Number: 92-F(MED)
Order Date: 07/06/2023
No. of Pages: 1
File Size: 458KB

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button